IND vs SL Super 4: আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে নামছে ভারত। যে ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবেন রোহিত শর্মারা। সেই পরিস্থিতিতে ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে শ্রীলঙ্কার এই পাঁচ খেলোয়াড়ের থেকে। যাঁরা একাই ভারতকে এশিয়া কাপ থেকে ছিটকে দিতে পারেন।
1/6'ধোনি' থেকে KKR তারকা - শ্রীলঙ্কার এই ৫ খেলোয়াড় একাই ভারতকে ছিটকে দিতে পারেন।
2/6ভানুকা রাজাপক্ষ: মঙ্গলবার দুবাইয়ে ভারতের অন্য়তম চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটার। গত ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ বলে ৩১ রানের বিধ্বংসী খেলেছেন। যা ম্যাচের রং পুরোপুরি পালটে দিয়েছিল। আইপিএলেও আক্রমণাত্মক ছন্দে খেলেছিলেন। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচে সাকুল্যে নয় রান করলেও রাজাপক্ষ যেরকম আক্রমণাত্মক খেলেন, তাতেে ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাঁকে দ্রুত ফেরাতে না পারলে ভারতীয় বোলারদের কপালে দুঃখ আছে। (ছবি সৌজন্যে এপি)
3/6দাসুন শানাকা: ভারতকে একাই হারিয়ে দেওয়ার ক্ষমতা আছে শ্রীলঙ্কার ‘মহেন্দ্র সিং ধোনি’-র। দল যখন বিপদে, তখন জ্বলে ওঠেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেটা এবারের এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে (৩৩ বলে ৪৫ রান) হোক বা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২৫ বলে অপরাজিত ৫৪ রান) হোক - লোয়ার-মিডল অর্ডারে নেমে এমন সব ইনিংস খেলেন, যা ম্যাচের রং পুরোপুরি পালটে দেয়। (ছবি সৌজন্যে এএফপি)
4/6ওয়ানিন্দু হাসারাঙ্গা: টি-টোয়েন্টিতে তাঁর বোলিং গড় ১৪.৭৮। ইকোনমি রেট সাতের নিচে। ভারতের বিরুদ্ধেও রেকর্ড দারুণ। এখনও পর্যন্ত ছ'টি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.২। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে তো লেগস্পিনারের ইকোনমি রেট ছয়েরও নিচে। সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে শাদাব খানের বিরুদ্ধে ভারত যেভাবে সমস্যায় পড়েছিল, তাতে এবার এশিয়া কাপে তেমন ছন্দে না থাকলেও ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/6চামিকা করুণারত্নে: আহামরি ফর্মে না থাকলেও শ্রীলঙ্কার অন্যতম 'গেম চেঞ্জার' হলেন করুণারত্নে। লোয়ার অর্ডারে নেমে ব্যাটিং হোক বা মিডিয়াম পেস বোলিং - দুটি কাজেই যথেষ্ট দক্ষ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। এবারের এশিয়া কাপেও বেশ ভালো ছন্দে আছেন। ম্যাচ শেষ করে আসছেন। যিনি ভারতের মাথাব্যথার অন্যতম কারণ হতে পারেন। (ছবি সৌজন্যে এএফপি)
6/6মাহিশ থিকশানা: পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ নওয়াজের বিরুদ্ধে যেভাবে সমস্যা পড়েছিল ভারত, তাতে শ্রীলঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন অফস্পিনার থিকশানা। আইপিএলে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনি যেমনভাবে তাঁকে ব্যবহার করতে পারেন, আজ সেই কাজটা করতে পারেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। (ছবি সৌজন্যে এএফপি)