প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৬৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭৬ রানের হাত ধরে ভারত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায়। সেই সঙ্গে সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
1/5হার্দিক পাণ্ডিয়া কিন্তু বল হাতে এই সিরিজে বেশ ভালো ছন্দে রয়েছেন। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ব্রেন্ড কিং-এর উইকেট নিয়েছেন। তাঁর বল হাতে ছন্দে থাকাটা ভারতের বড় প্লাস পয়েন্ট।
2/5আবেশের ফর্ম নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, ভারতের বাকি বোলাররা কিন্তু ভালো খেলছেন। অন্তত যে ভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা বল করছে।
3/5পন্তও আগের দুই ম্যাচে সে ভাবে নজর কাড়েননি। সেখানে তৃতীয় ম্যাচে ২৬ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। যা ভালো লক্ষণ।
4/5ওপেনার হিসেবে সূর্যকুমারের রানে ফেরাটা সবচেয়ে বড় প্রাপ্তি। আগের দুই ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন সূর্য। অবেশেষে তৃতীয় ম্যাচে চেনা ছন্দে ধরা দিলেন তিনি। ৫০ বলে ৭৩ করে ভারতকে জয়ের পথে ফিরিয়েছেন তিনি।
5/5দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে হারটা বড় ধাক্কা ছিল। তৃতীয় টি-টোয়েন্টিতে টিম গেম খেলেছে ভারত। যার ফল হাতেনাতে পেয়েছে টিম ইন্ডিয়া। টিম গেমটি বড় প্রাপ্তি মেন ইন ব্লু।