বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > India Qualifies for Semis of T20 WC: ডাচদের বিরুদ্ধে ‘চোক’ করল প্রোটিয়ারা, মাঠে নামার আগেই সেমির টিকিট পেলেন রোহিতরা

India Qualifies for Semis of T20 WC: ডাচদের বিরুদ্ধে ‘চোক’ করল প্রোটিয়ারা, মাঠে নামার আগেই সেমির টিকিট পেলেন রোহিতরা

সবাই ভেবেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনায়াসে ম্যাচ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে তা হয়নি। ডেভিড মিলাররা আজ ডাচদের কাছে ১৩ রানে হেরে যান। আর এর ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ভারত।