সবাই ভেবেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনায়াসে ম্যাচ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে তা হয়নি। ডেভিড মিলাররা আজ ডাচদের কাছে ১৩ রানে হেরে যান। আর এর ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ভারত।
1/5ভারত গ্রুপ পর্যায়ে চার ম্যাচে এখনও পর্যন্ত তিনটি জিতেছে। তাই ভারতের পয়েন্ট সংখ্যা ৬। এই আবহে পঞ্চম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতলে আট পয়েন্টে পৌঁছে যাবে। তবে তার আগেই ছয় পয়েন্ট নিয়ে সেমির টিকিট পাকা করে পেলেছেন রোহিতরা। কারণ বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে যেকোনও একটি দলই ৬ পয়েন্টে পৌঁছতে পারবে।
2/5ভারত যদি আজ জিম্বাবোয়ের কাছে ম্যাচ হেরে যায় এবং পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে জিতে যায়, তাহলে নেট রান রেটের ফলে ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে থাকবে। এর ফলে সেমিতে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
3/5এদিকে ভারত যদি আজ জিম্বাবোয়ের সঙ্গে ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান বা বাংলাদেশ, যেই ম্যাচ জিতুক না কেন ভারত গ্রুপে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে থাকবে। এর ফলে সেমিতে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
4/5ভারত নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছিলের রোহিতরা। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। তবে নিজেদের চতুর্থ ম্যাচে ভারত বাংলাদেশকে হারিয়ে দেয়।
5/5এদিকে সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেও ভারত আজ জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে থাকার চেষ্টা করবে। নয়ত ভারতকে সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে। ২০১৯ সালের বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে হেরেই বাদ হতে হয়েছিলল ভারতকে। এই আবহে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরে যায়, তাহলে ভারতকে শীর্ষ স্থানে থাকতে জিম্বাবোয়েকে হারাতেই হবে।