ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তার পর আরও ২ বার উঠেছে সেমিতে। কিন্তু এক বার রানার্স হয়েছে। বাকিটা হতাায়া মোড়া। এ বার কি সেই হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন হবে ভারত?
1/5২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত পরের তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে রাউন্ড টু থেকেই ছিটকে গিয়েছিল। সেমিফাইনালেও তারা পৌঁছতে পারেনি।
2/5২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। কিন্তু সে বার তারা শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে যায়। ২০১১ ওডিআই বিশ্বকাপে ভারতের কাছে হারের বদলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নেয় লঙ্কা বাহিনী। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
3/5২০১৬ সালেও সেমিফাইনালে ওঠে ভারত। কিন্তু সে বার তারা সেমির লড়াইয়ে হেরে বসে থাকে ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেই বছর ওয়েস্ট ইন্ডিজই চ্যাম্পিয়ন হয়েছিল।
4/5২০২১ সালে বিশ্রি পারফরম্যান্স করে সুপার টুয়েলভ রাউন্ড থেকেই ভারত ছিটকে যায়। ২০২২ সালে তারা ফের সেমিফাইনালে উঠল। এই নিয়ে টিম ইন্ডিয়া চতুর্থ বার সেমিফাইনালে পৌঁছে গেল।
5/5এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ রাউন্ডে ভারতদুই গ্রুপ মিলিয়েই সর্বাধিক সংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড করেছে এবং গ্রুপ-টু-এর শীর্ষে থেকে তারা শেষ করেছে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে ১০ নভেম্বর।