বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৫ দিনের খেলা অতিক্রান্ত। ভারত পঞ্চম দিনের শেষে ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট ১৩টি পদক জিতেছে। ৮টি পদক এসেছে ভারোত্তলন থেকে। ২টি পদক এসেছে জুডো থেকে। ১টি করে পদক এসেছে লন বলস, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন থেকে। দেখে নিন এখনও পর্যন্ত কারা পদক জিতেছেন ভারতের হয়ে।
1/13ভারোত্তলনে ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর।
2/13ভারোত্তলনে ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি।
3/13ভারোত্তলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই চানু।
4/13ভারোত্তলনে মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী।
5/13ভারোত্তলনে ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
6/13ভারোত্তলনে ছেলদের ৭৩ কেজি বিভাগে সোনা জেতেন অচিন্ত্য শিউলি।
7/13জুডোয় মেয়েদের ৪৮ কেজি বিভাগে রুপো জেতেন সুশীলা দেবী।
8/13জুডোয় ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বিজয় কুমার যাদব।
9/13ভারোত্তলনে মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন হরজিন্দর কউর।