শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪-এর লিগের লড়াই। এখনও পর্যন্ত প্রত্যেকটি দল ১৪টি করে ম্য়াচ খেলে ফেলেছে। এর মধ্যে বেগুনি টুপি ও কমলা টুপির দৌড়টা বেশ জমে উঠেছিল। তবে এরপরে শুরু হবে প্লে অফের লড়াই। এই সময়ে অনেককেই এই দৌড়ে দেখা যাবে না। এদিকে নতুন অনেকেই এই দৌড়ে এগিয়ে আসতে পারেন। দেখে নিনর সেই তালিকা।
1/9 শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪-এর লিগের লড়াই। এখনও পর্যন্ত প্রত্যেকটি দল ১৪টি করে ম্য়াচ খেলে ফেলেছে। এর মধ্যে বেগুনি টুপি ও কমলা টুপির দৌড়টা বেশ জমে উঠেছিল। তবে এরপরে শুরু হবে প্লে অফের লড়াই। এই সময়ে অনেককেই এই দৌড়ে দেখা যাবে না। এদিকে নতুন অনেকেই এই দৌড়ে এগিয়ে আসতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা। (ছবি-PBKS-X)
2/9 চলতি আইপিএল-এর লিগ ম্যাচের শেষে পার্পেল ক্যাপের রেসে সকলকে টপকে শীর্ষস্থান দখল করেছেন হার্ষাল প্যাটেল। ১৪ ম্যাচের ১৪ ইনিংসে বল করে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। (ছবি-AFP)
3/9 তারপরেই রয়েছেন জসপ্রীত বুমরাহ। ১৩ ম্যাচের ১৩টি ইনিংসে ২০ উইকেট শিকার করে বেগুনি টুপির দৌড়ে এখনও পর্যন্ত ২ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই বোলার। (ছবি-PTI)
4/9 এই তালিকার তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের আর্শদীপ সিং। ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিতেন। তবে তাদের যাত্রা এখানেই শেষ হতে চলেছে। কারণ তাদের দল প্লে অফে উঠতে পারেনি। তবে চার নম্বরে থাকা বরুণ চক্রবর্তীর দল কলকাতা নাইট রাইডার্স প্লে অফে উঠেছে। ফলে তারা আবারও খেলার সুযোগ পাবে। ১৩ ম্যাচ ১৯ উইকেট নেওয়া KKR-এর বরুণ চক্রবর্তীর কাছে বেগুনি টুপি জয়ের একটা সুযোগ রয়েছে। (ছবি-AFP)
5/9 তালিকার পাঁচ নম্বরে থাকা তুষার দেশপান্ডেও লড়াই থেকে ছিটকে গিয়েছেন। তবে টি নটরাজন ও যুজবেন্দ্র চাহালা যারা এই তালিকার ছয় ও সাত নম্বরে রয়েছেন, তাদের সামনেও পার্পেল ক্যাপ জয়ের সুযোগ রয়েছে। কারণ টনটরাজন এখনও ১১ ম্যাচে ১৭ উইকেট ও চাহাল ১৩ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন। (ছবি-এএনআই)
6/9 পার্পেল ক্যাপের জন্য বেশ লড়াই দেখা গেলেও, সকলে ধরেই নিয়েছেন কোনও অঘটন না ঘটলে এবারের কমলা টুপি বা অরেঞ্জ ক্যাপ থাকবে বিরাট কোহলির মাথাতেই। কারণ গ্রুপ লিগের ম্যাচের শেষে ১৪ ম্য়াচে ৭০৮ রান নিয়ে সকলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। তাঁকে ধরা বেশ কঠিন হয়ে উঠেছে। (ছবি-ANI)
7/9 কমলা টুপির লড়াইয়ে এখনও দুই নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ১৪ ম্য়াচে তিনি করেছেন ৫৮৩ রান। ফলে তাঁর দল যেহেতু প্লে অফ থেকে ছিটকে গিয়েছে তাই এবারে অরেঞ্জ ক্যাপ জেতাটা তাঁর কাছে অসম্ভব। (ছবি-AFP)
8/9 তবে বিরাটকে কেউ যদি চ্যালেঞ্জ দিতে পারেন তিনি হলেন ট্র্যাভিস হেড। কারণ ১২ ম্যাচের ১২ ইনিংসে ৫৩৩ রান করে কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা। এবারে যদি ট্র্যাভিস হেড প্লে অফে বড় স্কোর করেন তাহলে অরেঞ্জ ক্যাপের রেস জমে উঠতে পারে। (ছবি-LSG- X)
9/9 এদিকে রিয়ান পরাগকে নিয়েও অনেকে স্বপ্ন দেখতে পারেন। কারণ ১৪ ম্য়াচের ১২ ইনিংসে ৫৩১ রান করে এখনও এই তালিকার চার নম্বরে রয়েছেন তিনি। যদি প্লে অফে রিয়ান পরাগও এমনকিছু রান করেন যাতে তিনিও কমলা টুপির দৌড়কে জমিয়ে দিতে পারেন। অরেঞ্জ ক্যাপের রেসে পাঁচ নম্বরে রয়েছেন সাই সুদর্শন। ১২ ম্য়াচের ১২ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ৫২৭ রান। (ছবি-AFP)