বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > হুডখোলা বাসে ক্লাব-তাঁবু ফেরা, ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, পটকায় উৎসবে মাতল মহমেডান

হুডখোলা বাসে ক্লাব-তাঁবু ফেরা, ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, পটকায় উৎসবে মাতল মহমেডান

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র হওয়ার পরেই আবেগের বিস্ফোরণ দেখল কিশোর ভারতী স্টেডিয়াম। কোচকে কোলে তুলে শূন্যে ছুড়ে দেন মহমেডানের ফুটবলাররা। একদল ছুটে চলে যায় অন্য প্রান্তের গ্যালারির দিকে। সমর্থকদের অভিবাদন, ভালবাসায় ভেসে যান সাদা-কালো ফুটবলাররা।