New Zealand vs England: ওয়েলিংটন টেস্টে ফলো-অন করা সত্ত্বেও ইংল্যান্ডকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট চারবার ঘটল এমন ঘটনা। চোখ রাখুন সেই তালিকায়।
1/5ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসের নিরিখে বিশাল রানে পিছিয়ে থেকে ফলো-অন করা সত্ত্বেও ইংল্যান্ডকে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। ফলো-অন করে টেস্ট জেতার নজির খুব বেশি দলের নেই। টেস্টের ইতিহাসে মোট চারবার এমন ঘটনার সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ২ বার এমন কৃতিত্ব দেখায়। একবার অস্ট্রেলিয়াকে চমকে দেয় ভারত। এবার ইংল্যান্ডকে তিক্ত অভিজ্ঞতার মুখে ফেলে নিউজিল্যান্ড। ছবি- এপি।
2/5১৮৯৪ সালে প্রথমবার দেখা যায় এমন ছবি। সিডনি টেস্টে ফলো-অন করা সত্ত্বেও ইংল্যান্ড ১০ রানে ম্যাচ জেতে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৮৬ রান তোলে। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩২৫ রানে। ইংল্যান্ড ফলো-অন করতে নেমে ৪৩৭ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়া শেষ ইনিংসে ১৬৬ রানে অল-আউট হয়ে যায়। ইংল্যান্ডের ববি পীল শেষ ইনিংসে ৬টি উইকেট নেন। ছবি- গেটি।
3/5১৯৮১ সালে দ্বিতীয়বার ফলো-অন করে কোনও দলের টেস্ট জয়ের সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। লিডসে ফলো-অন করা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে ১৮ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৪০১ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ইংল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ১৭৪ রানে। ফের ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তোলে ৩৫৬ রান। শেষ ইনিংসে অস্ট্রেলিয়া অল-আউট হয় ১১১ রানে। ইয়ান বোথাম দুই ইনিংসে যথাক্রমে ৬টি ও ১টি উইকেট নেন। তিনি দুই ইনিংসে রান করেন ৫০ ও অপরাজিত ১৪৯। ছবি- গেটি।
4/5২০০১ সালে ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ফলো-অন করা সত্ত্বেও ১৭১ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে। ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৭১ রানে। দ্বিতীয় দফায় লক্ষণের ২৮১ ও দ্রাবিড়ের ১৮০ রানের সুবাদে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ৬৫৭ রান। অস্ট্রেলিয়া শেষ ইনিংসে অল-আউট হয় ২১২ রানে। ছবি- এএফপি।
5/5এবার ওয়েলিংটনে ফলো-অন করা সত্ত্বেও ইংল্যান্ডকে ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ব্যাট ছেড়ে দেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২০৯ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৪৮৩ রান তোলে। শেষ ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয় ২৫৬ রানে। সুতরাং, অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় দল হিসেবে প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে টেস্ট হারে ইংল্যান্ড। ইংল্যান্ড ও ভারতের পরে তৃতীয় দল হিসেবে ফলো-অন করা সত্ত্বেও টেস্ট জেতে নিউজিল্যান্ড। ছবি- এএফপি।