Paris Olympics Day 12 India Result: ফোগটকে বাতিল করা থেকে মীরাবাই চানুর পদক হাতছাড়া, এখনও ৬৭ নম্বর স্থানে ভারত
Updated: 08 Aug 2024, 07:01 AM ISTবুধবার ভারতের সব ইভেন্টের শেষে টিম ইন্ডিয়ার পদক তালিকায় কোনও সাফল্য যুক্ত হল না। আপাতত তিনটি ব্রোঞ্জ জিতেছে ভারত। এই মুহূর্তে ৬৭ নম্বরে রয়েছে ভারত। এ বার ভারতের ৫ অ্যাথলিট চতুর্থ হয়েছেন।
পরবর্তী ফটো গ্যালারি