India vs Australia: ইন্দোরে অস্ট্রেলিয়ার জন্য স্পিনের জাল পাতে ভারত। প্রথম দিনের শেষে নিজেদের ফাঁদেই পা দিয়ে বসে টিম ইন্ডিয়া। বেশকিছু দৃষ্টিকটু ভুল করে নিজেদের চাপে ফেলেন রোহিত শর্মারা।
1/5টস জিতে রোহিত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় এটা স্পষ্ট হয়ে যায় যে, ইন্দোরের ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে হবে না ভারতকে। তবে শুরুতে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। প্রথম সেশনেই ৭টি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সেশন থেকে পিচ তুলনায় সেটেল হলেও ব্যাটিং অনুকূল হয়ে দাঁড়ায়, এমনটা নয়। বল ঘুরছিল বরাবর। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যে রকম বলের মেরিট অনুযায়ী খেলা চেষ্টা করেন, তেমনটা করতে দেখা যায়নি ভারতীয় ব্যাটসম্যানদের। অহেতুক ব্যাট চালিয়ে আউট হন শ্রেয়স আইয়াররা, রবীন্দ্র জাদেজারা। সোজা বল ক্রস ব্যাটে ডিফেন্স করার চেষ্টায় উইকেট খোয়ান কোহলি। সব দেখেশুনে গাভাসকরের উপলব্ধি, বেশিরভাগ ভারতীয় ব্যাটার ভুল শট খেলে আউট হয়েছেন। ছবি- বিসিসিআই।
2/5ইনিংসের শুরুতে মিচেল স্টার্কের সামনে স্বস্তিতে ছিলেন না রোহিত। তবে অপর প্রান্তে গিলকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। রোহিত একটু ধৈর্য দেখালে ভারত প্রথম ইনিংসে শক্ত ভিত গড়তে পারত। তবে হিটম্যানকে নিতান্ত অধৈর্য দেখায়। ইনিংসের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়া প্রথমবার স্পিন আক্রমণ শানায়। ম্যাথিউ কুনম্যানের প্রথম ওভারেই স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টায় স্টাম্প-আউট হন রোহিত। গুরুত্বপূর্ণ টেস্টে ক্যাপ্টেনের এমন অবিবেচকের মতো আউট হওয়ার মাশুল চোকাতে হয় ভারতকে। ছবি- এএনআই।
3/5খাতা খোলার আগেই জাদেজার বলে বোল্ড হন মার্নাস ল্যাবুশান। তবে নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। পরে কেএস ভরতের হাত থেকেও একটি জীবনদান পান মার্নাস। জীবনদান পান স্টিভ স্মিথও। মার্নাস নিজে ৩১ রান করার পাশাপাশি খোয়াজার সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ৯৬ রান যোগ করেন এবং দলকে মজবুত ভিতে বসিয়ে দেন তিনি। জাদেজার নো-বলের ভারি মাশুল চোকাতে হয় টিম ইন্ডিয়াকে। ছবি- এপি।
4/5অবিবেচকের মতো ডিআরএস ব্যবহার করার ফল ভুগতে হয় ভারতীয় দলকে। ৫.৬ ওভারে জাদেজার বলে খোয়াজার বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানিয়ে রিভিউ খোয়ায় ভারত। ৯.৬ ওভারে জাদেজার বলেই খোয়াজার বিরুদ্ধে ফের এলবিডব্লিউ-র আবেদন জানিয়ে দ্বিতীয়বার রিভিউ খোয়ায় টিম ইন্ডিয়া। পরপর ২টি রিভিউ হারিয়ে বসায় ১০.৫ ওভারে অশ্বিনের বলে মার্নাসের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানিয়েও রিভিউ নেওয়ার সাহস দেখায়নি ভারত। অথচ সেক্ষেত্রে ডিআরএস নিলে ল্যাবুশান আউট হতেন। ভারত তখন জুটি ভাঙতে পারলে দিনের শেষে সুবিধাজনক জায়গায় থাকতে পারত। ছবি- এএফপি।
5/5ইন্দোর টেস্টে শামিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, প্রথম দিনের শেষে তা নিয়ে ভাবতে পারে ভারতীয় শিবির। হতে পারে ইন্দোরের পিচে স্পিনারদের আধিপত্য একতরফা। তবে শামি আগেও স্পিন সহায়ক পিচে প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দিয়েছেন। তাই তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জুটি ভাঙতে কার্যকরী ভূমিকা নিতে পারতেন শামি। ছবি- এএনআই।