India vs Australia 3rd Test: ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে জাদেজার একটি নো বলের বড়সড় মাশুল দিতে হয় টিম ইন্ডিয়াকে। দেখে নিন সম্ভাব্য কোন পাঁচ কারণে ভারতকে তৃতীয় টেস্টে হারের মুখ দেখতে হয়।
1/5কোনও সংশয় নেই যে, ইন্দোর টেস্টে ভারতের হারের জন্য ব্যাটিং বর্থতাই দায়ি। বিশেষ করে টস জিতে শুরুতে ব্যাট করা সত্ত্বেও টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে অল-আউট হওয়ার ধাক্কা সামলে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। যে পিচে স্পিনারদের জন্য সাহায্য থাকে, সেখানে যত সময় গড়ায় ব্যাট করা তত কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রথম ইনিংসে ভারত বড় রান করবে, এটাই প্রত্যাশিত ছিল। ইন্দোরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। শুরুতে ব্যাট করে ভারত নিতান্ত কম রানের ইনিংস খেলে। অথচ প্রথম ইনিংসে অজিদের ঘাড়ে বড়সড় বোঝা চাপাতে পারলে হেসেখেলে ম্যাচ জিততে পারত টিম ইন্ডিয়া। ছবি- পিটিআই।
2/5পিচের গতিপ্রকৃতি অনুযায়ী নিজেদের উইকেটের মূল্য দেননি ভারতের ব্যাটসম্যানরা। এমনটা নয় যে, অজি স্পিনাররা সব ভারতীয় ব্যাটসম্যানকে নিজেদের দক্ষতায় পরাস্ত করেছেন। বরং দুই ইনিংসেই ভুল শট খেলে আউট হয়েছেন টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটার। ইনিংসের শুরুতেই অকারণে স্টেপ-আউট করে উইকেট খুইয়েছেন রোহিত শর্মা, শুভমন গিলরা। শ্রেয়স আইয়ার উভয় ইনিংসেই ব্যাট চালাতে গিয়ে উইকেট দেন। জাদেজা, সিরাজ, কোহলিরাও নিজেদের ভুলে সাজঘরে ফেরেন। এমন পিচে রান তোলা যে সহজ নয়, সেটা উপলব্ধি করে ভারতীয়রা নিজেদের উইকেট ছুঁড়ে না দিলে ছবিটা অন্যরকম হতেও পারত। ছবি- এপি।
3/5দু'দলের খেলায় তফাৎ গড়ে দেয় ফিল্ডিং। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা যেখানে দুর্দান্ত সব ক্যাচ ধরে বোলারদের যথাযথ সহায়তা করেছেন, ভারত সেখানে একাধিক ক্যাচের সুযোগ হাতছাড়া করেছে। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ফিল্ডাররা বেশ কয়েকটি দারুণ ক্যাচ ধরেন বটে, তবে একাধিক হাফ-চান্সকে ক্যাচে পরিণত করতে পারেননি। বিশেষ করে কিপার কেএসস ভরত এই টেস্টেও একাধিক ভুলভ্রান্তি করেন। ছবি- এপি।
4/5ইন্দোর টেস্টে জাদেজার একটি নো বলের বড়সড় মাশুল দিতে হয় ভারতকে। প্রথম ইনিংসে খাতা খোলার আগেই জাদেজার বলে বোল্ড হন মার্নাস ল্যাবুশান। তবে নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। মার্নাস নিজে ৩১ রান সংগ্রহ করার পাশাপাশি খোয়াজার সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে ৯৬ রান যোগ করেন এবং দলকে মজবুত ভিতে বসিয়ে দেন তিনি। ল্যাবুশান প্রথম ইনিংসে সস্তায় ফিরলে অস্ট্রেলিয়া বড়সড় লিড নিতে পারত কিনা সন্দেহ। ছবি- এএফপি।
5/5ইন্দোর টেস্টে একদিকে যেমন স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সি প্রশংসিত হচ্ছে, ঠিক তেমনই রোহিত শর্মার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি রোহিত। ম্যাচের যে মুহূর্তে অশ্বিন-জাদেজাকে কার্যকরী মনে হয়নি, তখনও প্যাটেলকে আক্রমণে না এলে অশ্বিনদের উপরেই ক্রমাগত ভরসা রাখেন তিনি। তাছাড়া দ্বিতীয় দিনের শুরুতে প্রায় এক ঘণ্টা পরে অশ্বিনকে বোলিং আক্রমণে আনেন রোহিত। ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভাসকর, সঞ্জয় মঞ্জরেকর, হরভজন সিংরা বারবার প্রশ্ন তোলেন রোহিতের বোলিং পরিবর্তন নিয়ে। তাছাড়া সারা ম্যাচ জুড়ে ভারত বিচেক্ষণের মতো ডিআরএস ব্যবহার করতে পারেনি। ছবি- এএফপি।