Kolkata Knight Riders: চোট পাওয়া শ্রেয়স আইয়ারকে নিয়ে রীতিমতো ধোঁয়াশায় নাইট সমর্থকরা। শ্রেয়স আদৌ আইপিএলে মাঠে নামতে পারবেন কিনা, নিশ্চিত নয় এখনও। তাই আইয়ার নিতান্ত ছিটকে গেলে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব হাতে পাওয়ার দাবি জানাতে পারেন এই পাঁচ ক্রিকেটার।
1/5শ্রেয়স আইয়ার নিতান্ত মাঠে নামতে না পারলে আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছেন তাদের স্কোয়াডে। সুনীল নারিন নেতৃত্ব হাতে পাওয়ার জোরালো দাবি জানাতে পারেন। কেননা ইতিমধ্যেই তিনি আমিরশাহির নতুন টি-২০ লিগে নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন। তবে তাঁর ক্যাপ্টেন্সিতে আবু ধাবি নাইট রাইডার্স চূড়ান্ত ব্যর্থ হওয়ায় শেষমেশ ক্যারিবিয়ান স্পিনারকে আইপিএলে দায়িত্ব নাও দেওয়া হতে পারে। ছবি- বিসিসিআই।
2/5টিম সাউদি আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন। ক্যাপ্টেন হিসেবে তাঁর অভিজ্ঞতাই সাউদিকে কেকেআরের সম্ভাব্য অধিনায়কের দৌড়ে প্রথম সারিতে রাখবে। প্রয়োজন পড়লে নাইট রাইডার্সের নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে কিউয়ি পেসারের হাতে। তাছাড়া চার বিদেশির কোটায় সাউদির জায়গা পাওয়া নিয়েও বিশেষ সংশয় নেই কারও মনে। ছবি- আইপিএল।
3/5নীতিশ রানা দীর্ঘদিন ধরেই নাইট শিবিরে রয়েছেন। নিতান্ত ভারতীয় ক্যাপ্টেন বেছে নিতে হলে কেকেআর রানার কথা ভাবতেই পারে। সেক্ষেত্রে ভারতীয় কোচ ও ভারতীয় ক্যাপ্টেনের যুগলবন্দি দেখা যেতে পারে কেকেআরে। রানা ঘরোয়া ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। তাই ক্যাপ্টেন হিসেবে নিতান্ত আনকোরা হবেন না নীতিশ। ছবি- পিটিআই।
4/5দীর্ঘদিনের ঘরের ছেলে আন্দ্রে রাসেলকে শেষ বেলায় ক্যাপ্টেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। যদিও চোটপ্রবণ দ্রে রাসের সব ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় থাকে বলেই দৌড়ে পিছিয়ে পড়তে পারেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। ছবি- পিটিআই।
5/5শাকিব আল হাসান বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে পোড়খাওয়া। তাই নেতৃত্বের যোগ্য দাবিদার তিনি। তবে প্রথম একাদশের চারজন বিদেশির মধ্যে জায়গা নিশ্চিত নয় বলেই তিনি দৌড়ে কিছুটা পিছিয়ে। সোশ্যাল মিডিয়ায় লিটন দাসকে নিয়েও গুঞ্জন শোনা যায়। কেকেআর সোশ্যাল মিডিয়ার কমেন্টে রিঙ্কুকেও স্কিপার বলে সম্বোধন করে। সুতরাং, সম্ভাব্য ক্যাপ্টেন হিসেবে তাঁর নামও হঠাৎই উঠে আসে আলোচনায়। তবে শ্রেয়স ফিট না হলেও লিটন-রিঙ্কুদের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনা কম। ছবি- পিটিআই।