KKR Practice Match: আইপিএল ২০২৩ শুরুর অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স।
1/8৩১ মার্চ আমদাবাদে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২৩-র আসর। তার অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। ছবি- কেকেআর।
2/8আইপিএলের আগে এবছর প্রথম দল হিসেবে সংঘবদ্ধভাবে প্রস্তুতি শিবির আয়োজন করে নাইট রাইডার্স। শিবিরে যোগ দিয়েছেন নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। রয়েছেন অভিষেক নায়ারের মতো কোচিং স্টাফরাও। ছবি- কেকেআর।
4/8প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে বন্ডিং সেশনের পাশাপাশি ফিটনেসের দিকে জোর দিচ্ছে নাইট রাইডার্স। ছবি- কেকেআর।
5/8জাতীয় দলে ব্য়স্ত থাকায় ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এখনও ক্যাম্পে যোগ দেননি। তবে ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে হাতে কয়েকদিন সময় থাকায় ক্যাম্পে ঘুরে যান শ্রেয়স। তিনি কোচ ও সতীর্থদের সঙ্গে দেখা করেন সেখানে। ছবি- কেকেআর।
6/8প্রস্তুতি শিবিরে নেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলেন নাইট তারকারা। ছবি- কেকেআর।
7/8প্রস্তুতি ম্যাচেই রিঙ্কু সিং ইঙ্গিত দেন, নতুন মরশুমে তিনি মাঠ মাতাতে প্রস্তুত। শুক্রবারের প্র্যাক্টিস ম্যাচে রিঙ্কু ৩৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। ছবি- কেকেআর।
8/8নবাগত নারায়ন জগদীশানও বুঝিয়ে দেন যে, তিনি ছন্দে রয়েছেন। প্র্যাক্টিস ম্যাচে জগদীশান ৩১ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নীতিশ রানা করেন ১৮ বলে ৩৫ রান। মনদীপ সিং ১৩ বলে ২৪ রান করেন। অনুকূল রায় করেন ১১ বলে ১৮ রান। ছবি- কেকেআর।