নেপালের বিরুদ্ধে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে চোখের নিমেষে সেঞ্চুরি করে আফ্রিদি, ডি'ভিলিয়র্সদের সঙ্গে অভিজাত তালিকায় নাম লিখিয়ে নেন আমিরশাহির তারকা।
1/5
অল্পের জন্য শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙা হয়নি আসিফ খানের। তবে আমিরশাহির মিডল অর্ডার ব্যাটসম্যান এক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নেন। কীর্তিপুরে নেপালের বিরুদ্ধে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে মাত্র ৪১ বলে শতরান করেন আসিফ। তিনি ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ১০১ রান করে নট-আউট থাকেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে জায়গা করে নেন আসিফ। তার থেকে কম বলে ওয়ান ডে সেঞ্চুরি করেছেন কেবল এবি ডি'ভিলিয়র্স, কোরি অ্যান্ডারসন ও শাহিদ আফ্রিদি। ছবি- আইসিসি।
2/5একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়র্সের নামে। তিনি ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩১ বলে সেঞ্চুরি করেন। সেই ইনিংসে এবিডি ৯টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ১৪৯ রান করে আউট হন। ছবি- গেটি।
3/5ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করার নজির রয়েছে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের। তিনি ২০১৪ সালে কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন। সেই ইনিংসে অ্যান্ডারসন ৬টি চার ও ১৪টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১৩১ রান করে অপরাজিত থাকেন। ছবি- নিউজিল্যান্ড ক্রিকেট।
4/5ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে শাহিদ আফ্রিদির নামে। পাক তারকা ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। সেই ইনিংসে আফ্রিদি ৬টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ১০২ রান করে আউট হন। ছবি- এপি।
5/5দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ২০০৬ সালে পোচেস্ট্রুমে জিম্বাবোয়ের বিরুদ্ধ ৪৫বলে শতরান পূর্ণ করেন। তিনি রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। সেই ইনিংসে মার্ক ৮টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ১৪৭ রান করে অপরাজিত থাকেন। ছবি- রয়টার্স।