Cristiano Ronaldo-Daniella Chavez: প্লে-বয়ের মডেল ড্যানিয়েলা শাভেজ নাম না করে পরকীয়ার অভিযোগ তোলেন লিওনেল মেসির বিরুদ্ধেও।
1/5মাঠ এবং মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিক থেকে স্পটলাইট ঘুরিয়ে রাখা নিতান্ত কঠিন। মাঠের লড়াইয়ে হেডলাইন কেড়ে নিতে ক্রিশ্চিয়ানোর জুড়ি নেই। তবে মাঠের বাইরে বিতর্কে জড়াতেও একইরকম প্রতিদ্বন্দ্বীহীন সিআর সেভেন। বিশেষ করে পরকীয়া ও যৌনতা নিয়ে রোনাল্ডো আলোচনায় উঠে এসেছেন বারবার। এবার ফের তেমনই বিতর্কিত কারণে ফের চর্চায় পর্তুগিজ তারকা। ছবি- ইনস্টাগ্রাম/গেটি।
2/5চিলির মডেল ড্যানিয়েলা শাভেজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোমা ফাটান রোনাল্ডোকে নিয়ে। তিনি দাবি করেন, ক্রিশ্চিয়ানোর সঙ্গে তাঁর যৌন সম্পর্ক ছিল এবং তার প্রমাণও রয়েছে তাঁর কাছে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তোলা ভিডিয়ো থাকলেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই প্লে-বয়ের মডেল শাভেজ তা কাউকে দেখাবেন না বলে জানিয়েছেন। ছবি- ইনস্টগ্রাম।
3/5রোনাল্ডোর সঙ্গে শারীরিক সম্পর্কের দাবি করা টুইটটি শাভেজ ট্যাগ করেন সিআর সেভেনকে। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ড্যানিয়েলার দাবি, রোনাল্ডোর সঙ্গে নিঃশর্ত যৌন সম্পর্ক স্থাপন করেন তিনি। ছবি- গেটি/ইনস্টাগ্রাম।
4/5টুইটে শাভেজ লেখেন, ‘যদি নিজের সঙ্গী ছাড়া খোলা মনের অন্য কারও সঙ্গে নিশর্ত যৌন সম্পর্ক স্থাপন করা হয়, তবে কি সেটা প্রতারণা? তাই যদি হয়, তবে আমি ও ক্রিশ্চিয়ানো কি অবিশ্বস্ত? রোনাল্ডোর সঙ্গে আমার নিছক যৌন সম্পর্ক হয়েছিল।’ ছবি- ইনস্টাগ্রাম/গেটি।
5/5শুধু তাই নয়, ড্যানিয়েলা এক্ষেত্রে বিতর্কে টেনে আনেন লিওনেল মেসিকেও। সরাসরি মেসির নাম না করে তিনি জানান যে, তিন এমন একজনকে জানেন, যাঁর সঙ্গে আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিধারী ডেট করতেন। যদিও মেসি বা রোনাল্ডো কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। ছবি- ইনস্টাগ্রাম।