Women's Premier League: মেয়েদের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ক্রিকেটারকেই কেনেনি কোনও WPL ফ্র্যাঞ্চাইজি। নিলামে উপেক্ষিত পাঁচ তারকা ব্যক্তিগত পারফর্ম্যান্সে চমকে দেন সকলকে।
1/5উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে কোনও দল কেনেনি দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্টকে। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। অথচ তিনিই এবার মহিলা টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ২৩০ রান সংগ্রহ করেন। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে ৬৬ রান করে দলকে সেমিফাইনালে তোলেন লরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৬১ রান। এমন ক্রিকেটারকে দলে না নেওয়ার জন্য হাত কামড়াতে পারে ডব্লিউপিএল-এর ফ্র্যাঞ্চাইজিরা। ছবি- এএফপি।
2/5দক্ষিণ আফ্রিকার আরও এক ওপেনার তাজমিন ব্রিটসও উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে অবিক্রিত থাকেন। তাঁরও বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। নিলামে উপেক্ষিত থাকা তাজমিন টুনামেন্টে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৫ নম্বরে থাকেন। তিনি ২টি অর্ধশতরান-সহ ১৮৬ রান সংগ্রহ করেন। তাছাড়া বিশ্বকাপে দুর্দান্ত ফিল্ডিং করেন ব্রিটস। ছবি- এপি।
3/5নিউজিল্যান্ডের ওপেনার সুজি বেটসকে উইমেন্স প্রিমিয়র লিগের নিলামে দলে নেয়নি কেউ। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। তিনি বিশ্বকাপের ৪টি ম্যাচে মাঠে নেমে ২টি অর্ধশতরান-সহ ১৩৭ রান সংগ্রহ করেন। ১২১.২৩ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন সুজি। ছবি- এএফপি।
4/5নিউজিল্যান্ডের লি তাহুহু ডব্লিউপিএল নিলামে অবিক্রিত থাকেন। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। লি এবার গ্রুপ লিগের ৪টি ম্যাচে মাঠে নেমে ৮টি উইকেট নেন। বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থানে থাকেন তিনি। ছবি- এএফপি।
5/5দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গা খাকাকে কেনেনি উইমেন্স প্রিমিয়র লিগের কোনও ফ্র্যাঞ্চাইজি। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। খাকা বিশ্বকাপের ৫ ম্যাচে ৭টি উইকেট দখল করেন। ওভার প্রতি মাত্র ৫.৬৩ রান খরচ করেন তিনি। ছবি- এএফপি।