Wome's Premier League: দেশকে ট্রফি দিতে না পারলেও WPL-এ মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের মুখ দেখাতে পারবেন হরমনপ্রীত কউর?
1/7বিশ্বকাপের ব্যর্থতার রেশ ঝেড়ে ফেলে উইমেন্স প্রিমিয়র লিগের আঙিনায় ঢুকে পড়লেন হরমনপ্রীত কউর। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। হরমনপ্রীতকে নিলাম থাকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই ফ্র্যাঞ্চাইজি। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
2/7নিলাম থেকে দল গড়ে নেওয়ার পরে মুম্বই ইন্ডিয়ান্স অহেতুক সময় নষ্ট করেনি। তারা তড়িঘড়ি প্রস্তুতি শুরু করে দেয়। হেড কোচ শার্লট এডওয়ার্ডস ও বোলিং কোচ তথা মেন্টর ঝুলন গোস্বামীর তত্ত্ববধানে প্রস্তুতি শিবির আয়োজন করে মুম্বই। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
3/7রবিবার হরমনপ্রীত কউরের সঙ্গেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন হেইলি ম্যাথিউজ। ক্যারিবিয়ান তারকাকে ৪০ লক্ষ টাকার বিনিময়ে নিলাম থেকে দলে নেয় এমআই। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
4/7নেটে পুরোদস্তুর ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন ছাড়াও টিম বন্ডিং ও ফিটনেস সেশনে সময় কাটাতে দেখা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
5/7নিউজিল্যান্ডের অল-রাউন্ডার অ্যামেলিয়া কের মুম্বই শিবিরে আগেই যোগ দিয়েছেন। তাঁকে নিলাম থেকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নেয় এমআই। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
6/7৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।
7/7উইমেন্স প্রিমিয়র লিগের জন্য রীতিমতো তারকাখচিত স্কোয়াড গড়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউর, পূজা বস্ত্রকার, যস্তিকা ভাটিয়ার মতো ভারতীয় তারকাদের পাশাপাশি মুম্বইয়ের স্কোয়াডে রয়েছেন ন্যাট সিভার, হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কের, হেথার গ্রাহাম, ক্লোয়ি ট্রায়নের মতো আন্তর্জাতিক তারকারা। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।