Women's Premier League: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পরে চলতি উইমেন্স প্রিমিয়র লিগে সব থেকে বেশি রান করেছেন কে? সব থেকে বেশি চার রয়েছে কার ঝুলিতে? সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন কে? কৃপণ ও সেরা বোলিং পারফর্ম্যান্স কাদের? চোখ রাখুন যাবতীয় তথ্যে।
1/7উইমেন্স প্রিমিয়র লিগের ২টি ম্যাচে মাঠে নেমে হেইলি ম্যাথিউজ সব থেকে বেশি ১২৪ রান সংগ্রহ করেছেন। ২টি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৪৭ ও অপরাজিত ৭৭ রান। আপাতত অরেঞ্জ ক্যাপ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান তারকার মাথায়। ভারতের শেফালি বর্মা ১ ম্যাচে ৮৪ রান করে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ন্যাট সিভার করেছেন ৭৮ রান। ছবি- এএফপি।
2/7চলতি উইমেন্স প্রিমিয়র লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের শেফালি বর্মা। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। হেইলি ম্য়াথিউজও আরসিবির বিরুদ্ধে ৭৭ রান করে অপরাজিত থাকেন। মেগ ল্যানিং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেই ৭২ রান করে আউট হন। ছবি- পিটিআই।
3/7টুর্নামেন্টের ২টি ম্যাচে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্য়াথিউজ এখনও পর্যন্ত সব থেকে বেশি ৫টি ছক্কা মেরেছেন। দিল্লি ক্যাপিটালসের শেফালি বর্মা মেরেছেন ৪টি ছক্কা। ইউপি ওয়ারিয়র্জের গ্রেস হ্যারিস, দিল্লির মারিজান কাপ ও গুজরাট জায়ান্টসের দয়ালান হেমলতা ৩টি করে ছক্কা মেরেছেন। ছবি- পিটিআই।
4/7মুম্বই ইন্ডিয়ান্সের হেইলি ম্য়াথিউজ এখনও পর্যন্ত চলতি উইমেন্স প্রিমিয়র লিগে সব থেকে বেশি ১৬টি চার মেরেছেন। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং এবং মুম্বইয়ের হরমনপ্রীত কউর ও ন্যাট সিভার ১৪টি করে চার মেরেছেন। দিল্লির শেফালি বর্মা ও আরসিবির স্মৃতি মন্ধনা মেরেছেন ১০টি করে চার। ছবি- পিটিআই।
5/7মুম্বই ইন্ডিয়ান্সের সাইকা ইশাক ২টি ম্যাচে ৬টি উইকেট দখল করেছেন। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১১ রানে ৪টি ও আরসিবির বিরুদ্ধে ২৬ রানে ২টি উইকেট নেন তিনি। আপাতত বেগুনি টুপি রয়েছে বাংলার সাইকার মাথায়। দিল্লি ক্যাপিটালসের তারা নরিস ও গুজরাট জায়ান্টসের কিম গার্থ ৫টি করে উইকেট নিয়েছেন। ৪টি উইকেট নিয়েছেন মুম্বইয়ের অ্যামেলিয়া কের। ছবি-এএফপি।
6/7দিল্লি ক্যাপিটালসের তারা নরিস আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। এখনও পর্যন্ত টুর্নামেন্টে এটিই সেরা বোলিং পারফর্ম্যান্স। এছাড়া গুজরাট জায়ান্টসের কিম গার্থ ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে ৩৬ রানে ৫টি উইকেট দখল করেন। মুম্বই ইন্ডিয়ান্সের সাইকা ইশাক গুজরাটের বিরুদ্ধে ১১ রানে ৪টি উইকেট নেন। ছবি- পিটিআই।
7/7মুম্বই ইন্ডিয়ান্সের ইসি ওং ও দিল্লি ক্যাপিটালসের অ্যালিস ক্যাপসি এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে কৃপণ বোলিং করেছেন। দু'জনেই ওভার প্রতি ৫ রান করে খরচ করেন। মুম্বইয়ের সাইকা ইশাক ওভার প্রতি ৫.১৬ রান খরচ করেছেন। ছবি- মুম্বই ইন্ডিয়ান্স টুইটার।