বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > ‘জানি ডার্বির উত্তেজনা, অন্য রকম পরিবেশ থাকে’, শহরে এসেই অনুশীলনে শুরু পোগবার

‘জানি ডার্বির উত্তেজনা, অন্য রকম পরিবেশ থাকে’, শহরে এসেই অনুশীলনে শুরু পোগবার

রবিবার শহরে এসেই মাঠে নেমে পড়লেন ফ্লোরেন্তিন পোগবা। রবিবার বিকেলে মোহনবাগানের অনুশীলন দেখতে ভিড় জমিয়েছিলেন প্রায় ২০০ সমর্থক। সবার নজর একজনের দিকেই ছিল। তিনি পল পোগবার দাদা। ড্রেসিংরুম থেকে মাঠে ঢোকার মুহূর্তে বাড়িয়ে দিলেন দুই হাত। পোগবাকে একটু ছোঁয়ার আকুতি তখন সমর্থকদের মধ্যে।