দেশের ক্রীড়া জগতে ফের বিয়ের সানাই। বুধবার দীর্ঘ দিনের বান্ধবী শ্বেতা গোমসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দেশের তারকা শাটলার এইচএস প্রণয়ের। পরিবারের সদস্য এবং কয়েক জন বন্ধুর উপস্থিতিতে ৩০ বছরের প্রণয় বিয়ে করেন। এই বছর টমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক ছিলেন তিনি।
1/5গাঁটছড়া বাঁধলেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এইচএস প্রণয়। দীর্ঘদিনের সঙ্গী শ্বেতা গোমেসকে বিয়ে করেছেন তিনি। প্রণয় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবে বিয়ে করেছি।’
2/5৩০ বছরের প্রণয়ের বিয়েতে তার পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এই বছর টমাস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক ছিলেন তিনি। কেরিয়ারে ভালো সময় চলছে প্রণয়ের। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ব়্যাঙ্কিং অনুযায়ী ছেলেদের সিঙ্গলসে বর্তমানে বিশ্বের এক নম্বর শাটলার প্রণয়। ব্যক্তিগত জীবনেও তাঁর সুখের সময়।
3/5সাম্প্রতিক মাসগুলিতে, প্রণয় কেন্টো মোমোটা, চৌ তিয়েন চেন এবং লোহ কেন ইউ-এর মতো শীর্ষ খেলোয়াড়দের পরাজিত করেছেন।
4/5তবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এ বছর কোনো শিরোপা জিততে পারেননি প্রণয়। সেঅ আফসোসটা তাঁর রয়ে গিয়েছে।
5/5বিয়ের পর এখন তাঁর জীবনে নতুন লক্ষ্য। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর এ বার ফের নতুন চ্যালেঞ্জ নিয়ে ব্যাডমিন্টন কোর্টে নামতে চান প্রণয়।