বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের অভিযান শুরু করতে চলেছে আফগানিস্তান। তবে তারা যে এখন টি টোয়েন্টি ফর্ম্য়াটে খুব সহজ দল নয় তা সব দলই ভালো ভাবে বুঝতে পারছে। এবার চলুন দেখে নেওয়া যাক ভারতের সামনে আফগানিস্তানের কোন পাঁচজন ক্রিকেটার হুমকি হতে চলেছেন।
1/7 বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের অভিযান শুরু করতে চলেছে আফগানিস্তান। তবে তারা যে এখন টি টোয়েন্টি ফর্ম্য়াটে খুব সহজ দল নয় তা সব দলই ভালো ভাবে বুঝতে পারছে। এবার চলুন দেখে নেওয়া যাক ভারতের সামনে আফগানিস্তানের কোন পাঁচজন ক্রিকেটার হুমকি হতে চলেছেন। (ছবি-AP)
2/7 আফগানিস্তানের রশিদ খান ভারতীয় দলের বিরুদ্ধে যে কোনও সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাঁর আইপিএল ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিভিন্ন লিগ খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে চাপ তৈরি করতে পারে আফগানিস্তান। (ছবি-PTI)
3/7 শুধু রশিদ খান নয়, নূর আহমেদও ভারতীয় দলের সামনে বড় হুমকি হতে পারেন। নূর আহমেদের স্পিন ভারতীয় ব্যাটারদের যে অসুবিধা তৈরি করতে পারে সকলেই তা জানেন। নূর আহমেদকে সাবধানে খেলতে হবে সূর্য-পন্তদের। (ছবি-AFP)
5/7 চার ম্যাচে ১২ উইকেট শিকার করে এখনও চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় রয়েছেন ফজল হক ফারুকি। এখনও পর্যন্ত চার ম্যাচে ১৪.২ ওভার বল করে ৭.১৬ গড়ে রান দিয়েছিন তিনি। আফগানিস্তানের এই পেস বোলারের থেকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সাবধানে থাকতে হবে। (ছবি-AP)
6/7 নবীন-উল-হক দীর্ঘ দিন ধরে আইপিএল খেলছেন এবং তিনি ভারতীয় ব্যাটারদের সম্পর্কে অকটা ধারনা রাখেন। এর ফলে এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধেনবীন-উল-হকের অভিজ্ঞতা অনেক কাজে আসতে পারে। (ছবি-PTI)
7/7 বর্তমানে চার ম্যাচে ১৬৭ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ। ৪১.৭৫ গড়ে রান করেছেন তিনি। ভারতীয় বোলারদের সামনে বড় হুমকি হতে পারেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। (ছবি-AP)