India vs Australia 1st ODI: ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দল ঘোষণার সময়েই জানিয়ে দেওয়া হয় যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামবেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ক্যাপ্টেন্সি করবেন হার্দিক পান্ডিয়া।
1/7আমদাবাদ টেস্ট ড্র হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘতম ফর্ম্যাটের সিরিজ জিতেছে ভারত। এবার বল ও জার্সির রং বদলে সীমিত ওভারের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দু'দল। টেস্ট সিরিজের পরে ভারত সফরে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সন্দেহ নেই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তিন ম্যাচের এই ওয়ান ডে সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছবি- রয়টার্স।
2/7গুরুত্বের কথা মাথায় রেখেই ১৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজের জন্য পূর্ণশক্তির স্কোয়াড গড়ে নিয়েছে ভারত। চার টেস্টের লম্বা সিরিজ খেলার পরেও সিনিয়র ক্রিকেটারদের কাউকে বিশ্রাম দেওয়ার কথা ভাবেননি জাতীয় নির্বাচকরা। ছবি- এপি।
3/7স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তাঁর ডেপুটি নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে দল ঘোষণার সময়ে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে, প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারবেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথারীতি ক্যাপ্টেন্সি করবেন হিটম্যান। ছবি- এএফপি।
4/7প্রথম ওয়ান ডে ম্যাচে রোহিত খেলবেন না, একথাই শুধু বোর্ডের তরফে জানানো হয়। কেন খেলবেন না, তার কোনও কারণ জানানো হয়নি। সিরিজের প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। নিজের শহরে খেলা, অথচ রোহিত খেলবেন না, এখবর জানার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ দেখা যায় এই বিষয়ে। খোঁজ খবর নেওয়া শুরু হয়ে যায় কেন খেলবেন না রোহিত, সে বিষয়ে। চোট-আঘাতের কোনও প্রসঙ্গ এক্ষেত্রে উত্থাপিত হওয়া উচিত নয়। কেননা, ভারত অধিনায়ক টেস্ট সিরিজে মাঠে নামেন। তাহলে কী এমন কারণ যে, রোহিত ঘরের মাঠে খেলার সুযোগ হাতছাড়া করছেন? ছবি- এএনআই।
5/7রোহিতের না খেলার কারণটা যে পারিবারিক, সেটা জানা যায় পরে। সোশ্যাল মিডিয়ায় সামনে আসে মুম্বইয়ের ওয়ান ডে ম্যাচে হিটম্যানের না খেলার আসল কারণ। আসলে নিজের শ্যালকের বিয়েতে উপস্থিত থাকবেন বলেই রোহিত এক ম্যাচের ছুটি নিয়েছেন জাতীয় দল থেকে। ছবি- এএফপি।
6/7আগামী ১৭ মার্চ ওয়াংখেড়েতে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ। পরে ১৯ মার্চ বিশাখাপত্তনমে খেলা হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। ২২ মার্চ চেন্নাইয়ে বসবে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আসর। ছবি- পিটিআই।