Ruturaj Gaikwad records: এক ওভারে ৭ ছক্কা, ২২০ রানে অপরাজিত - প্রচুর রেকর্ড গড়লেন রুতুরাজ, দেখুন তালিকা
Updated: 28 Nov 2022, 01:56 PM ISTবিজয় হাজারে ট্রফির কোয়ার্টার-ফাইনালে রুতুরাজ গায়কোয়াড়। ১৫৯ বলে অপরাজিত ২২০ রান করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার। সেইসঙ্গে এক ওভারে সাতটি ছক্কা মারেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেই নজির গড়েন। সেই ৪৯ তম ওভারে মোট ৪৩ রান তোলে মহারাষ্ট্র (সাতটি ছক্কা ও নো-বল)। সেইসঙ্গে কী কী নজির গড়লেন রুতুরাজ, তা দেখে নিন -
পরবর্তী ফটো গ্যালারি