1/7১ বছর আগে জুতোর জন্য টুইটারে আকুতি, সেই রায়ানই গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়াকে।
2/7গত বছর ২২ মে টুইটারে জুতোর ছবি পোস্ট করেছিলেন রায়ান বার্ল। সঙ্গে লিখেছিলেন,'আমাদের স্পনসর পাওয়ার কোনও সম্ভাবনা আছে? যাতে প্রতিটি সিরিজের পর জুতোয় আঠা লাগানোর জন্য আমাদের বসতে না হয়।' সেই টুইটে কয়েকটি সংস্থাকে টুইটারে ট্যাগ করেন রায়ান বার্ল। (ছবি সৌজন্যে, টুইটার @ryanburl3 এবং এএফপি)
3/7সোশ্যাল মিডিয়ায় রায়ানের সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুমা ক্রিকেট। রায়ানের টুইট রিটুইট করে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার তরফে বলা হয়েছে, 'এবার আঠা সরিয়ে রাখার সময় এসেছে। রায়ান বার্ল আপনার সঙ্গে হাত মেলাচ্ছি আমরা।' (ছবি সৌজন্যে এএফপি)
4/7পুমার সেই টুইটের পর রায়ান বলেছিলেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি পুমা ক্রিকেট দলের সঙ্গে হাত মেলাচ্ছি। গত ২৪ ঘণ্টায় অনুরাগীদের সমর্থন এবং সাহায্যের জন্য এই সম্ভব হয়েছে। আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আন্তরিক ধন্যবাদ পুমা।' (ছবি সৌজন্যে এএফপি)
5/7গত মাসেই বাংলাদেশের বিরুদ্ধে এক ওভারে ৩৪ রান করেছিলেন রায়ান। তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫ তম ওভারে পাঁচটি ছক্কা মারেন। হাঁকেন একটি চার - ৬, ৬, ৬, ৬, ৪, ৬। যিনি জিম্বাবোয়ের ব্যাটারদের মধ্যে এক ওভারে সর্বোচ্চ রানের নজির গড়েন। ২০১৯ সালে মীরপুরে এক ওভারে ৩০ রান করেছিলেন রায়ান। সেই ম্যাচে শাকিব আল হাসানকে বেধড়ক মেরেছিলেন। (ছবি সৌজন্যে, টুইটার @ICC)
6/7শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে তিন ওভারে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নেন রায়ান। আউট করেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন আগার, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক এবং জোস হেজেলউডকে। তাঁর সৌজন্যেই মাত্র ৩১ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেইসঙ্গে তিনটি ক্যাচও নেন। (ছবি সৌজন্যে এএফপি)
7/7তারপর ব্যাট হাতে ১৭ বলে ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রায়ান। তার ফলে তিন উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় জিম্বাবোয়ে। অজিরা সিরিজ জিতলেও এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবোয়ে কোনও ম্যাচ জিতল। ম্যাচের সেরা নির্বাচিত হন রায়ান। (ছবি সৌজন্যে এএফপি)