বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > নড়বড়ে রক্ষণ,পরিকল্পহীন ফুটবল,গোল করার লোক নেই বাগানে- এ ভাবে ISL-এ সাফল্য আসবে?

নড়বড়ে রক্ষণ,পরিকল্পহীন ফুটবল,গোল করার লোক নেই বাগানে- এ ভাবে ISL-এ সাফল্য আসবে?

ডুরান্ড কাপ থেকে ছিটকে যাওয়ার পর, বুধবার যুবভারতীতে কুয়ালালামপুর সিটির কাছে ১-৩ গোলে হেরে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে ATK Mohun Bagan। যা ফুটবল খেলছে জুয়ান ফেরান্দোর দল, তাতে আইএসএলের আগে কিন্তু চিন্তায় থাকতে হবে সবুজ-মেরুন কোচকে।