2/6ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন কিদাম্বি শ্রীকান্ত। ব্রোঞ্জ মেডেল ম্যাচে তিনি ২১-১৫, ২১-১৮ গেমে হারিয়ে দেন সিঙ্গাপুরের জেসন তেহকে।
3/6ওমেনস ডাবলসে ব্রোঞ্জ পদক জেতেন তৃষা জলি ও গায়ত্রী গোপিচাঁদ জুটি। ব্রোঞ্জ মেডেল ম্যাচে তাঁরা ২১-১৫, ২১-১৮ গেমে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার চেন হুয়ান য়ু ও গ্রনিয়া সামারভিল জুটিকে।
4/6ওমেনস সিঙ্গলসে সোনা জেতেন পিভি সিন্ধু। গোল্ড মেডেল ম্যাচে কানাডার মিশেল লি-কে তিনি ২১-১৫, ২১-১৩ গেমে পরাজিত করেন।
5/6ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে সোনা জেতেন লক্ষ্য সেন। গোল্ড মেডেল ম্যাচে তিনি ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে পরাজিত করেন মালয়েশিয়ার নগ জে ইয়ংকে।
6/6মেনস ডাবলস থেকে ভারতকে গোল্ড মেডেল এনে দেন সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ফাইনালে তাঁরা ২১-১৫, ২১-১৩ স্ট্রেট গেমে হারিয়ে দেন ইংল্যান্ডের বেন লেন ও সিয়ান ভেন্ডি জুটিকে।