গত বছরের T20 World Cup-এ লোয়ার ব্যাক ইনজুরির কারণে... more
গত বছরের T20 World Cup-এ লোয়ার ব্যাক ইনজুরির কারণে খেলতে পারেননি স্যাম কারান। তবে তাঁকে দেখা গিয়েছিল ধারাভাষ্যকারের ভূমিকায়। আর এ বার গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি। ফাইনালে ম্যাচে সেরা প্লেয়ার হওয়ার পাশাপাশি হলেন টুর্নামেন্টেরও সেরা।
1/5টি-২০ বিশ্বকাপের শুরুতেই ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার স্যাম কারানের দাপটের সঙ্গেই টুর্নামেন্টের শুরুটা করেছিলেন। এক ম্যাচে ৫ উইকেট নিয়ে তাঁর বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল। প্রতিযোগিতা শেষ করলেন ফাইনাল ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হয়ে। মেলবোর্নে ফাইনাল ম্যাচে ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন দুরন্ত ছন্দে থাকা কারান।
2/5অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ দিনের সদ্য সমাপ্ত ক্রিকেট যজ্ঞে ১৩টি উইকেট ঝুলিতে পুরেছেন স্যাম কারান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকার এলিট তালিকায় প্রবেশ করেছেন। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংরেজ পেসার।
3/5টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট সেরা হওয়ার নজির গড়লেন স্যাম কারান। পিছনে পড়ে গেলেন মিচেল স্টার্ক এবং বিরাট কোহলি। কারান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলেন ২৪ বছর ১৬৩ দিন বয়সে। আর মিচেল স্টার্ক এই নজির গড়েছিলেন ২০১৫ সালে। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ৫৮ দিন। আর কোহলি ২০১৪ সালে ২৫ বছর ১৫২ দিন বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।
4/5টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে স্যাম কারান প্রথম প্লেয়ার, যিনি শুধুমাত্র বোলিং পারফরম্যান্সের হাত ধরেই টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন।
5/5২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম বার হয়েছিল। ফলে সেই টুর্নামেন্টে যাঁরা পুরস্কার পেয়েছেন, সেটা প্রথম বারই পেয়েছেন। সেই বছরটা বাদ দিলে, স্যাম কারান হল প্রথম প্লেয়ার, যিনি প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েই টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন।