T20 World Cup 2022: সব থেকে বেশি ক্যাচ ধরেছেন কোন ফিল্ডার? সব থেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কোন ব্যাটসম্যান? সেরা উইকেটকিপিং করেছেন কে? জেনে নিন হাফ-ডজন তথ্য।
1/6এবারের টি-২০ বিশ্বকাপে অন্তত ২০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি স্ট্রাইক-রেট সূর্যকুমার যাদবের। অর্থাৎ, এবারের বিশ্বকাপে ধ্বংসাত্মক ব্যাটিংয়ে সব থেকে দ্রুত রান তুলেছেন সূর্যকুমার। তিনি ৬ ম্যাচে ১৮৯.৬৮ স্ট্রাইক-রেটে ২৩৯ রান সংগ্রহ করেছেন। ছবি- এএফপি
2/6সুপার টুয়েলভে অন্তত ১০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে সব থেকে ভালো ইকনমি রেট এনরিখ নরকিয়ার। প্রোটিয়া তারকা ৫ ম্যাচে ১৭.৩ ওভার বল করে সাকুল্যে ৯৪ রান খরচ করেছেন। অর্থাৎ, এবারের বিশ্বকাপের সব থেকে কৃপণ বোলার তিনিই। নরকিয়া ওভার প্রতি ৫.৩৭ রান উপহার দিয়েছেন ব্যাটসম্যানদের। ছবি- এএফপি
3/6এবারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কা মেরেছেন সিকন্দর রাজা। জিম্বাবোয়ের তারকা প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচে মোট ১১টি ছক্কা হাঁকিয়েছেন। সুপার টুয়েলভ থেকে মাঠে নামা ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি ১০টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ভারতের সূর্যকুমার যাদব মেরেছেন ৯টি ছয়। ছবি- এপি
4/6জিম্বাবোয়ের রেগিস চাকাবভা সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি ৩ বার শূন্য রানে আউট হয়েছেন। ছবি- এপি
5/6এবারের বিশ্বকাপে সব থেকে বেশি ক্যাচ (উইকেটকিপার ছাড়া) ধরেছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শানাকা। তিনি প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ মিলিয়ে ৮ ম্যাচে মোট ৯টি ক্যাচ ধরেছেন। সুপার টুয়েলভ থেকে মাঠে নেমেছেন এমন ক্রিকেটারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ৬টি করে ক্যাচ ধরেছেন লিয়াম লিভিংস্টোন ও সূর্যকুমার যাদব। ছবি- এএফপি
6/6উইকেটকিপার হিসেবে এবারের বিশ্বকাপে যুগ্মভাবে সব থেকে বেশি ৯টি করে শিকার ধরেছেন ইংল্যান্ডের জোস বাটলার ও নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস। যদিও বাটলার মাঠে নেমেছেন ৬টি ম্যাচে। এডওয়ার্ডস খেলেছেন ৮টি ম্যাচ। ছবি- এপি