T20 World Cup 2022 Upsets: শুরুটা হয়েছিল অঘটন দিয়ে। গত ১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। গ্রুপ পর্যায়ের শেষদিনেও ঘটল অঘটন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল নেদারল্যান্ডস। কোন কোন ম্যাচে অঘটন ঘটেছে, তা দেখে নিন -
1/6 নামিবিয়ার কাছে হার শ্রীলঙ্কার: প্রথম ম্যাচেই অঘটনের সাক্ষী থাকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নামিবিয়ার বিরুদ্ধে ৫৫ রানে হেরে যায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান তুলেছিল নামিবিয়া। জবাবে ১৯ ওভারে ১০৮ রানেই অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
4/6 ইংল্যান্ডের আয়ারল্যান্ড জুজু: ডিএলএস নিয়মে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে দিয়েছিলেন আইরিশরা। প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৭ রান তুলেছিল আয়ারল্যান্ড। জবাবে ১৪.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন পাঁচ উইকেটে ১০৫ রান, তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল। ডিএলএস নিয়মে পাঁচ রানে জিতে গিয়েছিল আয়ারল্যান্ড। যে আয়ারল্যান্ড ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
6/6 দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল নেদারল্যান্ডস: গ্রুপ লিগের শেষ ম্যাচে ফেভারিট প্রোটিয়াদের হারিয়ে চমকে দেন ডাচরা। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৫৮ রান তুলেছিল নেদারল্যান্ডস। জবাবে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন প্রোটিয়ারা। (ছবি সৌজন্যে এপি)