২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা সেমিফাইনালে লজ্জাজক ভাবে শেষ হলেও, টুর্নামেন্টে জুড়ে উজ্জ্বল বিরাট কোহলি। করেছেন এ বারের বিশ্বকাপে সর্বোচ্চ রান। সঙ্গে রয়েছে একাধিক নজির।
1/5টি-২০ বিশ্বকাপে তৃতীয়বার ২৫০ প্লাস রান- এটা বিরাট কোহলির কাছে স্বপ্নের টুর্নামেন্ট ছিল। তিনি যথাক্রমে ৮২ (অপরাজিত), ৬২ (অপরাজিত), ১২, ৬৪ (অপরাজিত), ২৬ এবং ৫০ রান করেছেন। সর্বোপরি তিনি ৯৮.৬৬ ব্যাটিং গড়ে ২৯৬ রান করেছেন। এই নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার (২০১৪, ২০১৬ এবং ২০২২) ২৫০ প্লাস রান করলেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতের হয়ে ২৭৩ রান করেছিলেন। তারও আগে ২০১৪ সালে তিনি ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ৩১৯ রান করেছিলেন।
2/5নন ওপেনার হয়েও সর্বোচ্চ রানের রেকর্ড- টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে বিরাট কোহলি দ্বিতীয় বার সর্বোচ্চ রান করলেন। একজন ওপেনার না হয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান কোহলি ছাড়া আর কারও নেই। নন ওপেনার ব্যাটার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক একমাত্র কোহলিই।
3/5প্রথম ক্রিকেটার হিসেবে ৪,০০০ রান- ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ৫০ রান করার পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি ৪,০০০ রানের গণ্ডি টপকে যান। বিরাটই প্রথম ক্রিকেটার, যিনি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ৪,০০০ রান করলেন। ১১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫২.৭৩ ব্যাটিং গড়ে রান করেছেন তিনি। পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৩৭.৯৬। ইতিমধ্যে তিনি ৩৭টি হাফসেঞ্চুরি করেছেন।
4/5টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী- ইতিপূর্বে এই টুর্নামেন্টে মাহেলা জয়বর্ধনেকে (১,০১৬ রান) টপকে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছেন। কোহলি এবং জয়বর্ধনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১০০০ প্লাস রান করেছেন। বর্তমানে কোহলি ১,১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৮১.৫০। ইতিমধ্যে তিনি ১৪টি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি বিশ্ব ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ১০০টি বাউন্ডারি (১০৩) হাঁকিয়েছেন। এই তালিকায় শ্রীলঙ্কার জয়বর্ধনে (১১১) এবং দিলশানও (১০১) রয়েছেন।
5/5টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে সর্বাধিক রান সংগ্রহকারী- টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বে বিরাট কোহলি ২৮৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫২.৩৮। তিনি যথাক্রমে ৭২ (অপরাজিত), ৭৭, ৮৯ (অপরাজিত) এবং ৫০ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস বিরাটের পর একমাত্র ব্যাটার যিনি এই নকআউট পর্বে ২০০-র বেশি রান করেছেন।