আইএসএল জিতে শহরে ফেরার পরেই পরের মরশুমের কোচের নাম ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বলা যেতেই পারে ISL 2022-23 শেষ হতেই আসন্ন মরশুম নিয়ে ভাবা শুরু করে দিল মোহনবাগান। এ বারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্দোই পরের মরশুমেও দলের কোচ থাকবেন বলে জানিয়েছেন গোয়েঙ্কা।
1/9২০২০ সালে আইএসএলে জুয়ান ফেরান্দোকে কোচ করে আনে এফসি গোয়া। প্রথম মরশুমেই তাঁর অধীনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল গোয়া। পরের মরশুমে তাঁর অধীনেই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল গোয়া। কিন্তু সেই বছরই সকলকে চমকে দিয়ে গোয়ার প্রধান কোচের পদ ছেড়ে দিয়ে মোহনবাগানে যোগ দিয়েছিলেন জুয়ান ফেরান্দো। (ছবি-ফেসবুক)
2/9প্রতি মুহূর্তে সাইডলাইনে দাঁড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিতে দেখা যায় ফেরান্দোকে। দেখে বোঝা যায়, খেলার মধ্যে কতটা মগ্ন তিনি। শেষ পর্যন্ত এ বার মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন ফেরান্দো। এদিন চ্যাম্পিয়ন হয়ে শহরে পা রাখলেন বাগানের ফুটবলাররা। (ছবি-ফেসবুক)
3/9মোহনবাগানকে ৪৭টি ম্যাচে কোচিং করিয়েছেন ফেরান্দো। জিতেছেন ২৬টি ম্যাচে। ১০টি ম্যাচে ড্র ও ১১টি ম্যাচে হেরেছেন তিনি। তাঁর জয়ের শতাংশ ৫৫.৩২। তরুণ কোচের উপরেই ভরসা রাখছে মোহনবাগান। তাঁকেই দেওয়া হয়েছে পরের মরসুমের দায়িত্ব। কোচ ও নিজের দলকে দেখার জন্য কলকাতা বিমান বন্দরের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল মোহনবাগানের সমর্থকেরা। (ছবি-ফেসবুক)
4/9ফুটবলার থেকে কোচ, মোহনবাগানের একের পর এক সদস্য বিমানবন্দর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে বাসে উঠতে শুরু করেন। রবিবারই দুপুরে মোহনবাগানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে গোয়েঙ্কা নিবাসে। বাস সেই দিকে যাত্রা শুরু করে। কিন্তু সমর্থকদের দাপটে বাস এগোতেই পারছিল না। (ছবি-ফেসবুক)
5/9শনিবার বেঙ্গালুরু এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। প্রথম বারের মতো ট্রফি জিতেছে তারা। শুধু তাই নয়, সোনার গ্লাভস জিতেছেন দলের গোলকিপার বিশাল কাইথ, যিনি টাইব্রেকারে একটি পেনাল্টি বাঁচান। কাইথ নিজের গোল্ডেন গ্লাভস সামনে রেখে বিমানবন্দ থেকে বেরিয়ে আসেন। (ছবি-ফেসবুক)
6/9রবিবার সকালে মোহনবাগান যে শহরে ফিরবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই বিমানবন্দরে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সবুজ-মেরুন পতাকা, গালে আবির মেখে উৎসব শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের বিমান কলকাতা ছোঁয়ার আগেই। বিমান কলকাতার মাটি ছোঁয়ার পরেই সমর্থকদের উচ্ছ্বাস বেড়ে যায়। আনন্দে নাচতে, গাইতে শুরু করেন সমর্থকরা। (ছবি-ফেসবুক)
7/9আইএসএল ট্রফি জিতে শহরে ফিরল মোহনবাগান। রবিবার দুপুর ১২টার পরে কলকাতা বিমানবন্দরে তারা নামে। আগে থেকেই সেখানে হাজির ছিলেন প্রচুর সমর্থক। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে। দল বাইরে বেরোতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। (ছবি-ফেসবুক)
8/9প্রচুর সমর্থক বাস ঘিরে দাঁড়িয়ে আনন্দ করছিলেন। বাস এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থকরা বাইকে চেপে পাশে পাশে এগোতে থাকেন। অনেকেই বাসের সামনে দাঁড়িয়ে ফুটবলারদের ছবি তুলতে থাকেন। ভিআইপি রোড স্তব্ধ হয়ে যায় মোহনবাগান সমর্থকদের উৎসবের জেরে। হিমশিম খেতে হয় পুলিশকে। (ছবি-ফেসবুক)
9/9আইএসএল জিতে শহরে ফিরেই পরের মরশুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। এ বারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্দোর উপরেই ভরসা রাখলেন বাগান কর্তারা। পরের মরশুমেও দলের কোচ থাকবেন তিনি। ট্রফি জিতে শহরে ফিরে ঘুরিয়ে সে কথা জানিয়ে দিলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। (ছবি-ফেসবুক)