বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > পরের মরশুমে মোহনবাগানের কোচ কে? ISL জিতে শহরে ফিরতেই সঞ্জীব গোয়েঙ্কার বড় ঘোষণা

পরের মরশুমে মোহনবাগানের কোচ কে? ISL জিতে শহরে ফিরতেই সঞ্জীব গোয়েঙ্কার বড় ঘোষণা

আইএসএল জিতে শহরে ফেরার পরেই পরের মরশুমের কোচের নাম ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বলা যেতেই পারে ISL 2022-23 শেষ হতেই আসন্ন মরশুম নিয়ে ভাবা শুরু করে দিল মোহনবাগান। এ বারের আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্দোই পরের মরশুমেও দলের কোচ থাকবেন বলে জানিয়েছেন গোয়েঙ্কা। 

অন্য গ্যালারিগুলি