1/5দামিনী ঘোষের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করলেন প্রেমিক অভিমন্যু চট্টোপাধ্যায় ও হবু শাশুড়ি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেলুন দিয়ে সাজানো হয়েছিল ঘর। কেক কাটেন দামিনী। পাশ থেকে ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইতেও শোনা গেল শ্রাবন্তীকে। নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ভিডিও, ছবি শেয়ার করেছেন এই মডেল। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
2/5শ্রাবন্তী ও ঝিনুকের সঙ্গে ফোটোর জন্য পোজ দিয়েছেন দামিনী। শ্রাবন্তী নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন। আর তাতে ট্যাগ করেছেন ছেলে ও ছেলের প্রেমিকাকে। আর যা দেখে অনেকেই মনে করছেন শ্রাবন্তী হলেন ‘সুপার কুল মম’! (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
3/5দামিনীর সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়াতেও একে-অপরকে ফলো করেন তাঁরা। এমনকী, নিজের বেশকিছু ভ্যাকেশনেও শ্রাবন্তী সঙ্গে নেন অভিমন্যু আর দামিনীকে। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
4/5দীর্ঘ্য সময় ধরে সম্পর্কে আছেন অভিমন্যু ও দামিনী। চলতি বছরের গোড়ার দিকে তাঁরা এই সম্পর্কে শিলমোহরও দিয়েছেন। কিছুদিন আগেই ১৮ বছরে পা রাখেন শ্রাবন্তীর ছেলে। আর দামিনী টলিউডের নামী মডেল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ঘনিষ্ঠ ছবি শেয়ার করতে দেখা যায় তাঁদের। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
5/5এবারে লক্ষ্মীপুজোতেও প্রেমিকার সঙ্গেই সময় কাটাতে দেখা গিয়েছিল ঝিনুককে। শ্রাবন্তী পুত্রর সঙ্গে রোম্যান্টিক ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছিলেন দামিনী। তিন বছর ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ অভিমন্যু।