কে বলবে তাঁর বয়স ৩৬! যৌবন রসে সিক্ত শ্রাবন্তীর এই ছবিগুলি দেখে ঘুম উড়ছে নেটপাড়ার।
1/6মলদ্বীপের সাদা বালির উপর বসে রয়েছেন শ্রাবন্তী। তাঁর মুক্তো ঝরা হাসি, মাখন ত্বক আর গ্ল্যামারাস লুক দেখে ধুকপুকানি বাড়ছেন নেটাপাড়ার। (ছবি- ইনস্টাগ্রাম)
3/6নায়িকার সুপারহট ক্লিভেজ দেখতে কার্যত হুমড়ি খেয়ে পড়ছে পুরুষ ভক্তরা। কেউ বিয়ের প্রস্তাব দিচ্ছেন, কেউ আবার ট্রোল করছেন নায়িকার ব্যক্তিগত জীবনকে আক্রমণ করে। অনেকেই লিখেছেন, ‘চতুর্থ বিয়ের সুখবর কবে আসছে?'
4/6আসলে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপতত শ্রাবন্তীর বিচ্ছেদ মামলা কোর্টে বিচারাধীন। তবে ঘর ভাঙতে না ভাঙতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে প্রেমিক অভিরূপের সঙ্গেই মলদ্বীপে ছুটির মেজাজে শ্রাবন্তী।
5/6শ্রাবন্তীর পায়েল তলায় এখন সর্ষে! সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন এই টলি সুন্দরী। আজকাল কলকাতায় তাঁর মন ঠিকছে না। (ছবি-ইনস্টাগ্রাম)