1/6মায়াবী শীতের হাতে মনের মানুষের হাত ধরেই একটু বেড়ু করতে বেরিয়ে ছিলেন শ্রাবন্তী। যদিও কাছের মানুষকে গোপন রেখেই একের পর এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেমনটা মনে করা হয়েছিল, চর্চিত প্রেমিক অভিরূপের সঙ্গেই ডিনারে গিয়েছিলেন শ্রাবন্তী। কোথায়? সেই তথ্যও এবার ফাঁস হল।
2/6কালো শিফন নেট শাড়িতে ঝলমলে শ্রাবন্তী, মকটেলের গ্লাসে ডুব দিয়েছেন নায়িকা, কখনও আবার বান্ধবীর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন- এমন নানান ঝলক ২৬শে জানুয়ারির রাতে নায়ির ইনস্টাগ্রামে উঠে এসেছিল। কিন্তু যেটা উঠে আসেনি তা হল সেই ডিনারে উপস্থিত ‘সামওয়ান স্পেশ্যাল’। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6কলকাতায় বিরাট কোহলির রেস্তরাঁ ওয়ানএইট কমিউনে হাজির শ্রাবন্তী আর অভিরূপ নাগ চৌধুরী। বর্তমানে অভিনেত্রী-মডেল ঊষসী সেনগুপ্ত বিরাটের এই রেস্তরাঁর দায়িত্বে আছেন। ঊষসীর আমন্ত্রনেই শ্রাবন্তী ওই রেস্তরাঁয় হাজির হয়েছিলেন নায়িকা, সঙ্গী অভিরূপ ও তাঁদের আর এক বান্ধবী শ্রীপর্ণা রায়।
4/6বৃহস্পতিবার শ্রাবন্তীকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ঊষসী, আর সেখানেই স্পষ্ট করে গেল ছবিটা। কিছুদিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের চর্চিত প্রেম নাকি ভেঙে গিয়েছে। তবে একথা মোটেই ঠিক নয়, তা প্রমাণিত হল।
5/6তৃতীয় স্বামী রোশন সিং-এর বিরুদ্ধে ডিভোর্স মামলা ঠুকেছেন শ্রাবন্তী। আদালতে বিচারাধীন সেই মামলা। শুধু তাই নয়, রোশনের কাছে মোটা অঙ্কের খোরপোশও দাবি করেছেন অভিনেত্রী বলেই খবর।
6/6সত্যি কি প্রেম করছেন নায়িকা? অভিনেত্রীকে যাঁরা কাছ থেকে চেনেন, তাঁরা ভালোভাবেই জানেন প্রেম ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারেন না শ্রাবন্তী। তাই তো তিনবার বিয়ে ভাঙলেও প্রেম থেকে ভরসা হারাননি তিনি। প্রেমে ডুবে থাকতে কেমনভাবে হয়, সেই জাদুমন্ত্র ভালোভাবেই জানা শ্রাবন্তীর।