নেট দুনিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে দামিনী ঘোষ। শ্রাবন্তীর একমাত্র পুত্র অভিমন্যুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই মডেল।
1/8নতুন বছরেই নিজের গোপন প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। স্বভাবতই নেটদুনিয়ায় এখন ঝড় তুলছেন অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষ।তাঁর রূপের জাদুতে মন্ত্রমুগ্ধ নেট নাগরিকদের। (ছবি-ইনস্টাগ্রাম)
2/8শ্রাবন্তীর মতোই সুন্দরী তাঁর হবু বউমা, এমনটাই বলছেন নেট দুনিয়ার বাসিন্দারা। অভিমন্যুর প্রেমিকা কিন্তু রীতিমতো পেশাদার মডেল। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8ইনস্টাগ্রামে দামিনীর ফলোয়ার সংখ্যা প্রায় ২০ হাজার। প্রায় তিন বছর ধরে পেশাদার মডেলিংয়ের সঙ্গে যুক্ত অভিমন্যুর মনের মানুষ। কলকাতাতে জন্ম, এখানেই বড়ো হয়েছে দামিনী, বলছে তাঁর ফেসবুক প্রোফাইল। (ছবি-ফেসবুক)
4/8বেনিয়াপুকুরের প্র্যাট মেমোরিয়াল স্কুলের ছাত্রী দামিনী, হাইস্কুল শেষ করে আপতত কলেজে পড়ুয়া দামিনী। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8নতুন বছরের দ্বিতীয় দিন প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে অভিমন্যু একদম ফিল্মি কায়দায় লেখে, ‘যে নম্বরটি আপনি ডায়েল করছেন সেটি ভালোবাসায় ব্যস্ত, সম্পর্ক তিনে পা’। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8দামিনীর রূপের জাদুতে ঘায়েল নেট নাগরিকরা। একাধিক ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে দামিনী। তিন বছর ধরে অভিমন্যুর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ এই মডেল। (ছবি-ইনস্টাগ্রাম)