বছর শেষে রোম্যান্টিক মুডে শ্রাবন্তী পুত্র। প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন গোয়ায়।
1/6শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই, অন্যদিকে নায়িকার ছেলের লাভ লাইফও রয়েছে শিরোনামে। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছেন অভিমন্যু। চলতি বছরের শুরুটা গার্লফ্রেন্ডকে জাপটেই করেছিলেন নায়িকা পুত্র, আর বছর শেষেও প্রেমিকার সঙ্গেই সময় কাটাচ্ছেন। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6গোয়ার বিচে পার্টি মুডে পাওয়া গেল প্রেমিক যুগলকে। মিউজিকের তালে তালে কোমর দোলালেন জুটিতে। সেই ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন তাঁরা। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6এদিন শ্রাবন্তীর ছেলের গার্লফ্রেন্ডের মেক-আপ নিয়ে চর্চার অন্ত নেই নেটমাধ্যমে। কেউ কেউ তো রীতিমতো ট্রোল করলেন দামিনীকে। ‘এতো কম বয়সে এতো স্তরের মেকআপ মাখলে শাশুড়ির বয়সে কি মাখবেন?’ মন্তব্য বাক্সে ধেয়ে এল এমন কথাও।
5/6চলতি বছর অগস্টেই ১৮ পূর্ণ করেছেন শ্রাবন্তীর একমাত্র পুত্র, নিজের প্রেম সম্পর্কে চলতি বছরের একদম গোড়াতেই শিলমোহর দিয়েছেন অভিমন্যু। যদিও মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের কথা দীর্ঘ সময় ধরেই ছিল ওপেন সিক্রেট।
6/6শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। দামিনী-অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের গার্লফ্রেন্ডের সঙ্গেও দারুণ বন্ডিং শ্রাবন্তীর। (ছবি-ইনস্টাগ্রাম)