ম্যাচিং পোশাকে বন্ধু ত্র্যম্বক রায় চৌধুরীর সঙ্গে লেন্সবন্দি শ্রীলেখা। দুজনের রসায়ন ঘিরে শুরু চর্চা।
1/6সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র বরাবরই রাখঢাকহীন। মনের কথা মন খুলে বলে অনেক সময় বিতর্কেও জড়ান, তবে কন্ট্রোভার্সিকে থোড়াই কেয়ার! কখনও নিজের সাহসী ফটোশ্যুটের ছবি শেয়ার করেন অভিনেত্রী তো কখনও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন। আজকাল শ্রীলেখার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে নজর রাখলেই চোখে পড়বে এক হ্যান্ডসাম যুবকের ছবি। (ছবি-ফেসবুক)
2/6কখনও তিনি শ্রীলেখার 'জিম পার্টনার', কখনও অভিনেত্রীর ‘শখ পূরণের কাণ্ডারী’। শ্রীলেখার সঙ্গে তাঁর বন্ধুত্ব এখন চর্চার বিষয় সমাজিক যোগাযোগের মাধ্যমে। আর সেই চর্চার আগুনে ঘি ঢালেন অভিনেত্রী নিজেই। (ছবি-ফেসবুক)
3/6শ্রীলেখার এই হ্যান্ডসাম জিম পার্টনারের নাম ত্র্যম্বক রায় চৌধুরী। পেশায় মডেল এবং অভিনেতা এই সুদর্শন পুরুষ। আজকাল শ্রীলেখার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রায়ই দেখা মিলেছে তাঁর।
4/6শুক্রবার ফেসবুকের দেওয়ালে ত্র্যম্বকের সঙ্গে শ্রীলেখার ট্যুইনিং নজর কাড়ল। দুজনেই ধরা দিলেন সাদা এবং নিয়ন রঙা পোশাকে। ত্র্যম্বকের গলা জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘অনিচ্ছাকৃতভাবে ত্র্যম্বকের সঙ্গে ট্যুইনিং করছি আবার! কী সব… আমরা কি শোভন-বৈশাখী হয়ে গেলাম’?
5/6আসলে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যা ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপধ্যায়কে অধিকাংশ সময়ই একই রঙা পোশাকে দেখা যায়, তাই এই তুলনা টানলেন শ্রীলেখা। যদিও এই ক্যাপশন দেখে অনেকের প্রশ্ন, তবে শোভন-বৈশাখীর মতোই মাখোমাখো সম্পর্ক এই জুটির? (ছবি-ফেসবুক)
6/6শ্রীলেখার এই প্রশ্নের জবাবও দিয়েছেন তাঁর বন্ধু। অভিনেতা জানান, ‘তুমি যার নাম নিলে তার থেকে তুমি অনেক বেটার’। শ্রীলেখা-ত্রম্ব্যকের এই বন্ধুত্ব কি নতুন কোনও রসায়নের ইঙ্গিত দিচ্ছে? ভাবতে থাকুন, বাকিটা তো সময় বলবে।