উল্লুধ্বনি,মঙ্গল শঙ্খের উপস্থিতিতে চার হাত এক হল রোহিত-শ্রীময়ীর।দেখুন এই বহু প্রতীক্ষিত বিয়ের কিছু ঝলক-
1/7অবশেষে চারহাত এক হল রোহিত সেন ও শ্রীময়ীর। দীর্ঘ সময় ধরে এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন অনেকেই। দর্শকদের আশা পূরণ হল।
2/7বিয়ের অনুষ্ঠানে পঞ্চাশ পার করা ইন্দ্রানী হালদারের সাজ মুগ্ধ করল। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, শ্রীময়ীর বিয়েতে তিনি নিজের সোনার গয়না এবং শাড়ি পরবেন। তেমনটাই ঘটেছে। অফ হোয়াইট আর লাল কম্বিনেশনে ভারী সিল্কের শাড়ি, গা ভর্তি গহনায় আইনি বিয়ে সারলেন রোহিত-শ্রীময়ী।
3/7আইনি বিয়ে সুসম্পন্ন হওয়ার পর কিছু সামাজিক রীতিও অনুসরণ করতে দেখা যাবে দু'জনকে। মেরুন রঙা ধুতি আর সাদা পাঞ্জাবিতে সেজে ছিলেন বাঙালি মেয়েদের নতুন ক্রাশ রোহিত সেন। হাসিমুখে মালাবদল, সিঁদুরদান সারল দুজনেই।
4/7মালাবদল সারতে গিয়ে লাজে রাঙা বর-কনে! তবে তৃপ্তির হাসি ধরা পড়ল দুজনের মুখেই। সব বাধা অতিক্রম করে পূর্ণতা পেল রোহিত সেনের কলেজ জীবনের ভালোবাসা। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে, সন্তানদের বিরুদ্ধে গিয়েও রোহিত সেনকে বিয়ে করলেন শ্রীময়ী।
5/7এদিন মায়ের বিয়ের সাক্ষী হিসাবে স্বাক্ষর করল ডিঙ্কা। শ্রীময়ীর ভাই দীপুও (অম্বরিশ) হাজির ছিল বিয়ের আসরে, শেষ মুহূর্তে পালটি খেয়ে রোহিত সেনের সাক্ষী হিসাবে স্বাক্ষর করতে দেখা গেল তাঁকে। (ছবি সৌজন্যে- ডিজনি প্লাস হটস্টার)
6/7শ্রীময়ীর বিয়ের ট্র্যাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভও উগড়ে দিয়েছে কেউ কেউ। তবে শ্রীময়ীর দ্বিতীয় বিয়ের পক্ষেই রায় দিয়েছে বেশিরভাগ মানুষ। অনিন্দ্য যদি সাজানো সংসার ভেঙে জুনকে বিয়ে করে, তাহলে ডিভোর্সি শ্রীময়ী কেন পারবে না রোহিতের সঙ্গে নতুন সংসার গড়তে?
7/7অবশেষে মিলন তো হল কিন্তু শ্রীময়ী কি পারবে বেহুলার মতো মৃত্যুর মুখ থেকে তাঁর স্বামীকে ফিরিয়ে আনতে? আগামিতে কাহিনির এই টুইস্ট দেখবার অপেক্ষাতে দর্শক। (ছবি- স্টার জলসা)