একেই বলে ‘রাখে হরি মারে কে!’ তিন বার তাঁর সহজ ক্যাচ ফেলল হায়দরাবাদ। আর অভিনব মনোহর করে ফেললেন ২১ বলে ৩৫ রান। যার সুবাদে ১৫০ রানের গণ্ডি টপকে গেল গুজরাট টাইটানস।
1/6১৭.২ ওভারে টি নটরাজনের বলে মনোহরের সহজ ক্যাচ মিস করেন মার্করাম। তখন ১৪ বলে ২১ রান ছিল মনোহরের।
2/6এর পরের ওবারে অর্থাৎ ১৯তম ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। সেই ওভারে দু'বার তাঁর ক্যাচ মিস করে হায়দরাবাদ।
3/6প্রথমে মনোহরের সহজ ক্যাচ মিস করেন রাহুিল ত্রিপাঠি।
4/6তার পর মনোহর ক্যাচ তুললেও সেই জায়গা পর্যন্ত সঠিক সময়ে কেউই পৌঁছতে পারেননি। ভুবনেশ্বর কুমারও দৌড়েছিলেন। মোদ্দা কথা ক্যাচটি ফের মিস করে হায়দরাবাদ।
5/6ভুবির ওভারেই চতুর্থ বার তিনি ক্যাচ তুললে, সেটি শেষ পর্যন্ত ধরেন রাহুল ত্রিপাঠি। ২১ বলে ৩৫ করে আউট হন মনোহর।
6/6অভিনব মনোহর যখন আউট হয়ে যাচ্ছেন, তখন দলের স্কোর দেড়শো টপকে গিয়েছে। তিনি আউট হওয়ার পর অবশ্য ১ ওভার বাকি থাকলেও, সে ভাবে রান ওঠেনি। গুজরাট টাইটানস ১৬২ রান করে এ দিন।