দেখে নিন সৃজিলার প্রথম বিবাহবার্ষিকীর জমজমাট সেলিব্রেশনের সব মুহূর্ত।
1/8একসঙ্গে পথচলার এক বছর পার করে ফেললেন সৃজিত-মিথিলা। গত বছর ৬ ডিসেম্বর আইনি বিয়ে সেরেছিলেন এই জুটি। আর সম্পর্কের এক বছরের পূর্তি উপলক্ষ্যে রবিবার রাতে সপরিবারে সেলিব্রেট করলেন সৃজিলা জুটি। (ছবি-ফেসুবক)
2/8এদিন শহরের এক নামী রেঁস্তোরাতে ডিনার ডেটে পৌঁছেছিলেন সৃজিত-মিথিলা। ভালোবাসায় মাখা মুহূর্তের কোলাজ শেয়ার করে সৃজিত ফেসবুকে লেখেন- ‘প্রথম বিবাহবার্ষিকীতে চ্যাপ্টার ২-তে ডিনার, যা সার্দান অ্যাভিনিউকে প্রায় পার্ক স্ট্রিট বানিয়ে দিয়েছিল, নস্টালজিক মেন্যুর সঙ্গে, দারুণ খাবার এবং খুস সুন্দর লাইভ গান। একটা বছর পার পার্টনার’। (ছবি-ফেসবুক)
3/8বিয়ের দিনের স্মরণীয় মুহূর্তগুলো ফিরে দেখতে বিবাহবার্ষিকীতে বিয়ের পোশাকেই সাজলেন এই জুটি। হ্যাঁ. বিয়েতে যে লাল জামদানি পরে ছিলেন মিথিলা এদিন সেই শাড়িতেই পাওয়া গেল তাঁকে। তবে সাজটা একটু অন্যরকম। চুল বাঁধা নয়, বরং খোলা রেখেছিলেন মিথিলা। সঙ্গে মাথায় নেই টিকলি, সোনার গহনা পরেছিলেন বটে, তবে একটু বেশি ছিমছাম। অন্যদিকে সৃজিতও বিয়ের দিনের কালো পাঞ্জাবি ও লাল জোহর কোটে সাজলেন বিবাহ বার্ষিকীর দিন। (ছবি-টুইটার)