2/6সিরিয়ালের পর্দায় বরাবর লেখাকে সাবেকি সাজেই দেখেছে দর্শক। তাঁর এই বোল্ড অবতার দেখে ঘুম উড়েছে ভক্তদের। লাল রঙের লেদার জ্যাকেট, অন্তর্বাসের বালাইটুকু নেই, ঠোঁটে হলুদ রঙের লিপস্টিক আর সুবিশাল রোদচশমায় পোজ দিচ্ছেন স্টার জলসার ‘বিজয়িনী’। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6টলিউডের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন এই টেলি অভিনেত্রী। কেবলমাত্র গ্লিটারি জ্যাকেট পরেই পোজ দিচ্ছেন লেখা। পেশায় মডেল লেখা ছোট পর্দায় কেরিয়ার শুরু করেছিলেন ‘বিজয়িনী’ দিয়ে। যদিও মাস কয়েকের মধ্যেই রাতারাতি নায়ক-নায়িকাকে পালটে দেওয়া হয়। সেই জায়গা নিয়েছিলেন স্বস্তিকা দত্ত ও রুদ্রজিৎ মুখোপাধ্যায়। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6‘বিজয়িনী’ থেকে বাদ পড়বার পর জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে সংকল্পর বোন সঞ্চিতার চরিত্রে অভিনয় করেছেন লেখা। তবে মডেলিং-ই তাঁর মূল প্যাশন। একটি সৌন্দর্য প্রতিযোগিতার সুবাদে চর্চায় উঠে এসেছিলেন লেখা। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6বর্তমানে টলিপাড়ার চর্চিত মডেল লেখা। তাঁর সাহসী ফটোশ্যুট দেখে হাজারো পুরুষ হৃদয় পাগলপাড়া। গ্লিটারি জ্যাকেট আর বিকিনি বটমে পোজ দিচ্ছেন এই সুন্দরী। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6লেখার এই টপলেস ফটোশ্যুটের কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। কেউ কেউ তো উরফি জাভেদের সঙ্গেও তুলনা টেনে বসেছেন লেখার। লেখার এই ফটোশ্যুটে সাহসিকতার বার্তা রয়েছে তা কিন্তু স্পষ্ট। শীঘ্রই ছোট পর্দার এই অভিনেত্রীকে দেখা যাবে বড় পর্দায়। অরিন্দম শীলের ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’তে কাজ করছেন লেখা। (ছবি-ইনস্টাগ্রাম)