1/4সিরিয়ালের নেশা যাঁদের, তাঁদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় স্টার জলসা আর জি বাংলা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্টারের যে তিনটে বাংলা ধারাবাহিক দর্শকমনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে তা হল ‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘বরণ’ আর ‘আয় তবে সহচরী’। চলুন জেনে নেই এই ধারবাহিকগুলি কখন সম্প্রচারিত হয়।
2/4গত কয়েক সপ্তাহ ধরেই চ্যানেলের টপার ‘খুকুমণি হোম ডেলিভারি’। প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টার সময় ধারাবাহিকটির সম্প্রচার হয়ে থাকে। এছাড়াও এই ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয় সকাল ৯.৩০টা এবং দুপুর ১টায়।
3/4কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক মেগা ‘আয় তবে সহচরী’ও মন কেড়েছে দর্শকদের। সহচরী আর বরফির বন্ধুত্ব, শাশুড়ি বৌমা হিসেবে একে-অপরের পাশে থাকা বেশ পছন্দ করছেন দর্শক। এই ধারাবাহিকটি স্টার জলসাতে রাত ৯টার স্লটে সম্প্রচারিত হয়। এছাড়াও তিনবার ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখানো হয়-- রাত ১টা, পরদিন ভোর ৪টে এবং বিকাল ৪.৩০টে।
4/4তিথি আর রুদ্রিকের প্রেমও এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শক মনে। বিকেল ৫.৩০-৬টার স্লটে সম্প্রচারিত হয় এই জনপ্রিয় ধারাবাহিক। তবে তা মিস করে গেলে আপনি দেখে নিতে পারবেন রাত ১২.৩০টায়, ভোর ৬টায় এবং সকালে ১০.৩০টায়।