অন্বেষার উঠে আসা জেলা শহর পুরুলিয়া থেকে। প্রথম রূপান্তরকামী মহিলা যিনি বাংলা গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন৷ লোকসংগীত শেখার জন্য অন্বেষা বহু বাউল আখড়ায় ঘুরে বেড়িয়েছেন। নিজের শিক্ষার জন্য অনেক সংগ্রাম করেছেন অন্বেষা।
1/8২০মে শনিবারের পর ২১ মে সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসার 'সুপার সিঙ্গার'-২০২৩-এর গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতার বিচারকের আসনে রয়েছেন শান, রূপম ইসলাম, মোনালী ঠাকুর, সঞ্চালকের আসনে রয়েছেন যীশু সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসাবে রয়েছেন খ্যতনামা গায়ক উদিত নারায়ণ।
2/8রূপান্তরকামী অন্বেষা থেকে চৈতন্যভূমির কীর্তনগায়িকা অনুরাধা, চলুন আলাপ করি সুপার সিঙ্গারের ৬ প্রতিযোগীর সঙ্গে…
3/8অনবদ্য পারফরম্যান্সে জন্য ইতিমধ্যেই আলোচনায় রয়েছেন শুভদীপ। এই প্রতিযোগীর বাড়ি কলকাতার বেহালায়। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের প্রশিক্ষণ রয়েছে শুভদীপের। আবার বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। শুভদীপ তাঁর বাবার মৃত্যুর পর তাঁর সঙ্গীত বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন সারা ভারতে তার ১২০ জনেরও বেশি ছাত্র রয়েছে৷
4/8অনিন্দিতার পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের বাসিন্দা। বাবার অসুস্থতার কারণে খুব অল্প বয়স থেকেই নিজের পরিবারের পুরো দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর আড়াই বছরের একটি মেয়েও রয়েছে।স্টেজ শোর জন্য বেশ জনপ্রিয় অনিন্দিতা।
5/8সুপার সিঙ্গারের জনপ্রিয় প্রতিযোগী বিশ্বরূপ হুগলির জনাই এর বাসিন্দা। ইতিমধ্যে অসাধারণ গায়কীর জন্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আবার ব্যক্তিগত জীবনে আদর্শ স্বামী হওয়ার জন্যও তিনি জনপ্রিয়। এছাড়াও তিনি একটি সংস্থার H.R. হিসাবে কাজ করেন।
6/8সুপার সিঙ্গারের প্রতিযোগী শ্রেয়া কলকাতার টালিগঞ্জের বাসিন্দা। শ্রেয়া খেয়ালে স্পেশালাইজেশন করছেন, তিনি মিউজিক অনার্সে-এর ছাত্রী। শ্রেয়া তাঁর ঠাকুমার হৃদয়ের ভীষণ কাছের। এখন তাই তাঁকে মজা করে 'বাংলার প্রিয় নাতনি' বলে ডাকা হয়।
7/8কীর্তন গায়িকা প্রতিযোগী অনুরাধা নদিয়ার শান্তিপুরের বাসিন্দা। খোদ শ্রী চৈতন্যদেবের ভূমি থেকে উঠে এসছেন তিনি। অনুরাধা এমন একটি পরিবারের অন্তর্ভুক্ত যে পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে কীর্তন গেয়ে আসছে। অনুরাধাও মাত্র ছয় বছর বয়সে মঞ্চে গান গাইতে শুরু করেছিলেন।
8/8অন্বেষার উঠে আসা জেলা শহর পুরুলিয়া থেকে। তিনিই প্রথম রূপান্তরকামী মহিলা যিনি বাংলা গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন৷ লোকসংগীত শেখার জন্য অন্বেষা বহু বাউল আখড়ায় ঘুরে বেড়িয়েছেন। নিজের শিক্ষার জন্য অনেক সংগ্রাম করেছেন অন্বেষা।