Station Masters on Mass Leave: ৩১ মে থমকে যাবে সব ট্রেনের চাকা! চরম ভোগান্তি পোহাতে হতে পারে রেলযাত্রীদের
Updated: 25 May 2022, 01:54 PM ISTStation Masters on Mass Leave: আগামী ৩১ মে গণছুটির ডাক দিয়েছেন দেশের প্রায় ৩৫ হাজার স্টেশন মাস্টার। এর জেরে সেদিন গোটা দেশের রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে জানা যাচ্ছে। স্টেশন মাস্টারদের সর্বভারতীয় সংগঠন বেশ কিছু শর্ত ও দাবি পেশ করেছে কেন্দ্রের সামনে। সেসব দাবি না মানা হলে এই ‘ধর্মগট’ করা হবে বলে জানানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি