1/8৩৪-এ পা দিলেন মিমি চক্রবর্তী। গত শুক্রবার ছিল মিমির জন্মদিন। আর মিমির এই স্পেশ্যাল ডে আরও খাস হয়ে উঠল কাছের মানুষদের উপস্থিতিতে। কসবার বাড়িতেই ঘরোয়া আয়োজনে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন তারকা সাংসদ। (ছবি-ফেসবুক)
2/8মিমির এই বছরের জন্মদিনের থিম ছিল সোনালি। বেলুন, ফেস্টুন, আলোর রোশনাইতে সেজে উঠেছিল সারা বাড়ি। ঝলমলে পোশাক, আর তার চেয়েও ঝলমলে মিমির মুক্ত ঝরা হাসি। জন্মদিনের পরে সোশ্যাল মিডিয়ায় উদযাপনের ছবি ভাগ করে নিয়েছেন বার্থডে গার্ল মিমি চক্রবর্তী। (ছবি-ফেসবুক)