রঙ্গোলি এই বাড়ির নাম রেখেছেন ভিল্লা পেগাসাস। এটি একটি গ্রীক শব্দ। যার অর্থ হল ডানালাগানো অমর ঘোড়া,মানে পক্ষীরাজ ঘোড়া।
1/13দিদি রঙ্গোলি চান্দেলের স্বপ্নের বাড়ি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানায়াত। শুধু অভিনয় নয় ইন্টিরিয়ার ডিজাইনার হিসাবেও যে ভীষণ দামি কঙ্গনা তা স্পষ্ট বলে দেবে রঙ্গোলির বাড়ির অন্দর মহল। (ছবি-ইনস্টাগ্রাম)
2/13রঙ্গোলি জানিয়েছেন তিনি এই বাড়ির নাম রেখেছেন ভিল্লা পেগাসাস। এটি একটি গ্রীক শব্দ। যার অর্থ হল অমর ডানালাগানো ঘোড়া। (ছবি-ইনস্টাগ্রাম)
3/13বাড়ির প্রতিটি কোণা কেমন হবে তা ঠিক করেছেন কঙ্গনা নিজে। বোনের এই কাজের জন্য প্রশংসা না করে থাকতে পারছেন না রঙ্গোলি। (ছবি-ইনস্টাগ্রাম)
4/13রঙ্গোলির এই বাড়িটি অবস্থিত হিমালয়ের কোলে। পাহাড় আর সবুজ গাছগাছালিতে মোড়া প্রকৃতিতে ভালোবাসার এই নীড় বানিয়েছেন রঙ্গোলি। কোয়ারেন্টাইনে দিদির সঙ্গে কঙ্গনাও রয়েছেন এই বাড়িতেই।
5/13বাড়ির দেওয়ালের অফ হোয়াইট রঙ চোখকে আমার দেয়। আসবাব পত্রগুলিতে কাঠরঙই পছন্দ নায়িকার। দেখুন রঙ্গোলির কিচেন ও ডাইনিংয়ের ঝলক। (ছবি-ইনস্টাগ্রাম)
6/13রঙ্গোলির বাড়ির অন্যতম ইউএসপি হল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। সিলিংয়ে ঝারবাতির ব্যবহারও বেশ আকর্ষনীয়। রঙ্গোলির কথায়, এই বাড়ি আত্মনির্ভর ভারতের আদর্শ উদাহরণ। (ছবি-ইনস্টাগ্রাম)