India vs Australia- বুমরাহকে ভয়! বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনিং করবেন না! আগেই বোর্ডকে জানালেন স্মিথ!
Updated: 14 Oct 2024, 02:52 PM IST india, australia, border gavaskar trophy, border gavaskar, india vs australia, steve smith, pat cummins, world test championship, wtc, ভারত, অস্ট্রেলিয়া, টেস্ট, টি২০, স্টিভ স্মিথ, বুমরাহ, ভারতীয়, রোহিত শর্মা, বিরাট কোহলি, স্মিথ, প্যাট কামিনস Moinak Mitra 14 Oct 2024বর্ডার গাভাসকর ট্রফি শুরু হতে এখনও এক মাসের বেশি সময় হাতে রয়েছে। যদিও এর মধ্যেই দুই দলের ভাবনাতেই ঢুকে পড়েছে সম্মানরক্ষার এই সিরিজ। অজিদের কাছে অ্যাসেজ সিরিজ যতটা গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সময় ততটাই সম্মানের হয়ে দাঁড়িয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজের আগেই বড় সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান তথা প্রাক্তন অধিনায়ক জর্জ বেলি জানিয়েছেন, ইতিমধ্যেই অধিনায়ক প্যাট কামিনস এবং কোচ অ্যান্দ্রিউ ম্যাকডোনাল্ডের কাছে নিজের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের জন্য আর্জি জানিয়েছেন স্টিভ স্মিথ। কামিনস এবং ডোনাল্ডও তাতে সায় দিয়েছেন অর্থাৎ তাঁকে ওপেনিংয়ে না পাঠিয়ে চার নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওপেনিংয়ে আসতে পারেন মার্কাস হ্যারিস, ম্যাট রেনশ এবং ক্যামেরন ব্যানক্রফট এবং স্যাম কনটাস। এদের মধ্যে তিনজনকে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রাখা হয়েছে। ছবি-রয়টার্স
(Action Images via Reuters) পরবর্তী ফটো গ্যালারি