Stock giving Good returns: চলতি মাসে শেয়ার বাজারের সময় খুব একটা ভালো কাটেনি। এখনও পর্যন্ত (গত সপ্তাহে বাজার বন্ধের সময় পর্যন্ত) প্রায় ৩০০ টি সংস্থার শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। সেই পরিস্থিতিতেও ভালো রিটার্ন দিয়েছে কয়েকটি সংস্থা। সেই সংস্থাগুলিতে আপনার বিনিয়োগ আছে কিনা, দেখে নিন -
1/6চলতি মাসে শেয়ার বাজারের সময় খুব একটা ভালো কাটেনি। এখনও পর্যন্ত (গত সপ্তাহে বাজার বন্ধের সময় পর্যন্ত) প্রায় ৩০০ টি সংস্থার শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। সেনসেক্স তো ৪,০০০ পয়েন্ট পতনের সাক্ষী থেকেছে। সেই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একাংশ আবার শেয়ার বেচে দিচ্ছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6সেই পরিস্থিতিতে এমন কয়েকটি সংস্থাও আছে, যেগুলি শেয়ারের বাজারের দুর্বলতার মধ্যে উত্থানের সাক্ষী থেকেছে। গত ১৫ দিনে বিনিয়োগকারীদের ‘মুনাফা’ নিশ্চিত করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6সেরকমই একটি সংস্থা হল গুজরাট গ্যাস। গত ১৫ দিনে যে সংস্থার বিনিয়োগকারীরা ৯.১১ শতাংশ রিটার্ন পেয়েছেন। গত শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬৮.৯৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/6এবিবি ইন্ডিয়া আবার গত দিনে বিনিয়োগকারীদের ৬.৮৬ শতাংশ রিটার্ন দিয়েছে। শুক্রবার বাজার বন্ধের সময় প্রতিটি শেয়ারের দাম ছিল ২,২৯০.৬ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)