Stone Pelted at Vande Bharat: আবারও বন্দে ভারতে ছোড়া হল পাথর, এবার কোথায় হল হামলা?
Updated: 12 Jan 2023, 07:48 AM ISTবিগত কয়েকদিনে পশ্চিমবঙ্গে অন্তত দুই দফায় পাথর ছোড়া হয়েছিল হাওড়া-এনজেপি রুটের বন্দে ভারত এক্সপ্রেসে। উদ্বোধনের পরই পরপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক তরজাও। আর এরই মাঝে ফের পাথর হামলায় আক্রান্ত বন্দে ভারত। তবে এবার ঘটনাটি বাংলা নয়, ঘটেছে অন্ধ্রপ্রদেশে। এবং উদ্বোধনের আগেই পাথর হামলায় আক্রান্ত হয়েছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি।
পরবর্তী ফটো গ্যালারি