বিগত কয়েকদিনে পশ্চিমবঙ্গে অন্তত দুই দফায় পাথর ছোড়া হয়েছিল হাওড়া-এনজেপি রুটের বন্দে ভারত এক্সপ্রেসে। উদ্বোধনের পরই পরপর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় রাজনৈতিক তরজাও। আর এরই মাঝে ফের পাথর হামলায় আক্রান্ত বন্দে ভারত। তবে এবার ঘটনাটি বাংলা নয়, ঘটেছে অন্ধ্রপ্রদেশে। এবং উদ্বোধনের আগেই পাথর হামলায় আক্রান্ত হয়েছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি।
1/5জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি অন্ধ্রে বন্দে ভারতের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগে গতকাল, ১১ জানুয়ারি পাথর ছুড়ে ভেঙে দেওয়া হল বন্দে ভারতের একটি কামরার জানলার কাচ। বুধবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। (ছবি - এএনআই) (ANI)
2/5ঘটনা প্রসঙ্গে বিশাখাপত্তনমের ডিআরএম অনুপ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ বিশাখাপত্তনম স্টেশন থেকে মাররিপালেম কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেসকে। পরীক্ষামূলক ভাবেই সেই ট্রেন চালানো হচ্ছিল। সেই সময়ই ট্রেনটি লক্ষ্য করে পাথর হামলা চালানো হয়েছিল। (ছবি - এএনআই) (ANI)
3/5ঘটনায় একটি মামলা দায়ের করে আরপিএফ তদন্ত শুরু করেছে বলে জানান রেল কর্তা। ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে ডিআরএম জানিয়েছেন, ট্রেনের দুটি জানলার কাচ পুরোপুরি ভেঙে গিয়েছে এই হামলায়। এই কাচ বদলাতে হবে। উল্লেখ্য, বিশাখাপত্তনম থেকে এই বন্দে ভারত ট্রেনটি যাত্রা করার কথা সেকেন্দ্রাবাদ পর্যন্ত। মাঝে ওয়ারাঙ্গল, খাম্মাম, বিজয়ওয়াড়া এবং রাজমুন্দ্রি থামার কথা ট্রেনটির। (ANI)
4/5এদিকে অন্ধ্রের আগে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বন্দে ভারতে। গত ৩০ ডিসেম্বর উদ্বোধনের পর ১ জানুয়ারি থেকে বন্দে ভারতের যাত্রী পরিষেবা শুরু হয়েছে হাওড়া-এনজেপি রুটে। এরপরই পরপর দু'দিনে দু'বার বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাদের অভিযোগের আঙুল ছিল তৃণমূলের দিকে। তবে জানা যায়, দ্বিতীয় পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল বিহারে। (ANI)
5/5জানা যায়, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল এনজেপি ঢোকার কিছু আগে। বিহার বাংলা সীমান্তে এই ঘটনা ঘটে বেলা ১২টা ৫৫ মিনিট নাগাদ। পাথর ছোড়ার ঘটনায় রাজ্য জিআরপি এবং রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত করে তিন নাবালককে গ্রেফতার করে। উল্লেখ্য, ট্রেনে লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়া ভিডিয়ো থেকেই চিহ্নিত করা হয়েছিল এই তিন অভিযুক্তকে। এর আগে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। মালদার কুমারগঞ্জ এলাকায় এই হামলা হয় বলে জানায় রেল পুলিশ। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি কারমার দরজা। (ছবি - এএনআই) (ANI)